আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার (১৯ মার্চ) বিক্রি হচ্ছে ২৯ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। কর্মপরিকল্পনা থেকে আরও জানা যায়, সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।এ সময় পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৭ মার্চ এবং ২৮ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৮ মার্চ। এ ছাড়া ঈদের আগে সর্বশেষ...
ট্রেনে ঈদযাত্রা: আজ টিকিট পাচ্ছেন যারা?
অনলাইন ডেস্ক

এলজিইডির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
অনলাইন ডেস্ক

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম কর্মস্থল ত্যাগ ও গাড়িতে অবৈধ অর্থ বহন এবং যৌথবাহিনী গাড়ি ও টাকা জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও (ঘ) অনুসারে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ২০১৮ এর বিধি ১২ (১) অনুসারে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন। এদিকে, বরখাস্ত হওয়ার বিষয়ে জানতে মঙ্গলবার রাতে ছাবিউল ইসলামের মোবাইল...
ঈদুল ফিতরকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেওয়া এসব নির্দেশনার মধ্যে রয়েছে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে জনবলকে পর্যায়ক্রমে ছুটি, বিভাগীয় কার্যক্রম তদারকি, ওষুধ সামগ্রী মজুত, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখা। মঙ্গলবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশে ১৬টি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক পদায়নপূর্বক সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে। কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য ঈদের আগে ও পরে সমন্বয় করে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেয়া যেতে পারে। প্রতিষ্ঠান প্রধান...
আমার আগে তুমি মারা গেলে কষ্ট সহ্য হবে না, মাকে বলেন শহীদ এমদাদ
অনলাইন ডেস্ক

এমদাদুল তার মাকে প্রায়ই বলত, মা আমার যেন শহীদি মৃত্যু হয় এবং আমি যেন তোমার আগে মারা যাই, আমার আগে তুমি মারা গেলে আমি সেই কষ্ট সহ্য করতে পারব না। মাকে আরও বলত মা চিন্তা করো না আমাদের কোনো অভাব থাকবে না, আমাদের অনেক টাকা হবে। এমদাদুল শহীদ হলেন, মায়ের আগে মারা গেলেন এবং মারা যাওয়ার পরে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে তার পরিবারের কাছে টাকাও আসতে লাগল। এমদাদুলের সব চাওয়া যেন বিধাতা এভাবেই পূরণ করে দিলেন! খবর বাসসের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে গত ২০ জুলাই ঢাকার উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে শহীদ হন মো. এমদাদুল হক (২৭)। তিনি পেশায় ছিলেন একজন গাড়িচালক। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের, ধাওয়া গ্রামের রিকশাচালক আব্দুস সোবহান হাওলাদার ( ৫৬) ও হাসিনা বেগম (৫২) দম্পতির তিন সন্তানের মধ্য মো. এমদাদুল হক ছিল সবার ছোট। তাদের অন্য দুই সন্তানের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর