প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। আজ শনিবার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। পরে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ, প্রেস সেক্রেটারি শফিকুল আলমসহ কমিশনের সদস্যরা। গত বছরের নভেম্বরে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে এই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও...
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন
অনলাইন ডেস্ক

র্যাব-এপিবিএন হেডকোয়ার্টার পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি র্যাব ও এপিবিএন সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। শনিবার (২২ মার্চ) রাজধানীর উত্তরায় অবস্থিত দুই বাহিনীর হেডকোয়ার্টার পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এসময় উপদেষ্টা বাহিনী দুটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি এ সময় বাহিনী দুইটির সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় বাহিনী দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।...
ঝড়ের পূর্বাভাস, সাথে শিলা বৃষ্টির আশঙ্কা
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু এলাকায় শিলা বৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে তারা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানানো হয়েছে।
এনআইডি সংশোধনে নতুন সময় নির্ধারণ ইসি সচিবের
অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অনিষ্পন্ন আবেদনগুলো আগামী জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। ইসি সূত্র জানায়, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল। এর মধ্যে বিশেষ ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন করা হয়েছে। এছাড়া, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত নতুন করে জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি আবেদন, যার মধ্যে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি নিষ্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আগামী জুনের মধ্যে এসব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসি সচিব।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর