বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর এখন সুযোগ এসেছে বাংলাদেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত করার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে মঙ্গলবার (২৫ মার্চ) তিনি কথা বলেন। তারেক রহমান সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার বছরের সংগ্রামমুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আজকের এই দিনে আমি দেশবাসী, প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, এই স্বাধীনতা দিবসে আনন্দের মুহূর্তের মধ্যে প্রথমেই যে কথা মনে পড়ে,...
সুযোগ বহুদলীয় গণতন্ত্র পথচলা নিশ্চিতের: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য পিলখানায় হত্যাকাণ্ড করেছে। তেমন করে ছাত্রদের ওপরও গণহত্যা চালায়। সে জন্য বাংলাদেশের সকল ছাত্র-জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে নেমে আসে। এ জন্য ফ্যাসিস্ট সরকার (শেখ হাসিনাকে) পালিয়ে যেতে বাধ্য হয়। তাই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শুধু শ্রদ্ধা জানালেই হবে না। তাদের স্বপ্নে পূরণে আমাদের কাজ করতে হবে। এ জন্য আমাদের দেশের সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের ওয়েস্টন রেস্টুরেন্টে আয়োজিত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, দেশের ক্ষমতায় একের পর ফ্যাসিস্ট এসেছে যারা, জোর...
প্রথমার্ধের খেলায় চাপে ভারত
অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারত প্রথমার্ধে চাপের মধ্যে ছিল। ম্যাচের শুরুতেই একাধিক গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শুরুর ৩১ সেকেন্ডে জনি ভারতের গোলকিপার ভিশাল কাইথের ভুল পাস থেকে সুযোগ পেয়েছিলেন, কিন্তু বলটি জালে পাঠাতে ব্যর্থ হন। এরপর, ৯ মিনিটে শাহরিয়ার ইমন ডান প্রান্ত থেকে মোরসালিনের ক্রস হেড করেন, তবে তা ভারতের পোস্টের পাশ দিয়ে চলে যায়। ১২ মিনিটে হৃদয়ও সহজ গোলের সুযোগ নষ্ট করেন। গোলকিপারের কাছ থেকে ফিরে আসা বল বক্সে পেয়ে যান তিনি, কিন্তু ফাঁকা পোস্টে শট নিতে পারেননি এবং ভারতের ডিফেন্ডার সেই শট ক্লিয়ার করেন। ১৮ মিনিটে আরও একটি ভালো সুযোগ পেয়ে যান জনি। হামজার থ্রু থেকে ডান প্রান্তে ক্রসও করেছিলেন, কিন্তু তা বক্সে থাকা খেলোয়াড়রা ধরতে পারেননি। এর পরপরই বাঁ প্রান্ত থেকে মোরসালিনের ক্রস ইমনকে একেবারে আনমার্কড...
ফ্যাসিবাদের পতনে বহুদলীয় গণতন্ত্রে পথচলার সুযোগ এসেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার হীন লক্ষ্যে পলাতক অবৈধ সরকার গণতান্ত্রিক রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে। স্বাধীনতার ৫৩ বছর পরে আজও তাই এ দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর এখন সুযোগ এসেছে বাংলাদেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত করা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সংহত করা। এটিই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণমাধ্যম দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। বাণীতে তারেক রহমান বলেন, দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ঐতিহাসিক ঘোষণায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর