ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে রাজধানীর নিউমার্কেট থানা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জের আব্বা বাহিনীকে মদদ দেওয়ার অভিযোগ আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে আব্বা বাহিনী গড়ে উঠে। ইকবাল হোসেন ও তাঁর ভাই শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাছের উদ্দিন অনেক আগে থেকেই দলবল নিয়ে চলতেন। সেই দলবলই পরে আব্বা বাহিনীতে রূপ নেয়। এ বাহিনীর নেতৃত্বে ছিলেন বাছের। আর মাঠ পর্যায়ে বাহিনীকে নেতৃত্ব দেন তাঁর ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন (রাব্বি)। আর এই বাহিনীকে মদদ দিয়ে এসেছেন ইকবাল। আব্বা...
‘আব্বা বাহিনীর মদদদাতা’ আওয়ামী লীগ নেতা ইকবাল গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ট্রেনের ১৩০ টিকিটসহ নৌবাহিনীর সদস্য আটক
অনলাইন ডেস্ক

দিনাজপুরে ট্রেনের ১৩০টি টিকিটসহ নৌবাহিনীর ল্যান্স করপোরাল সাজেদুর রহমানকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২১ মার্চ) নৌবাহিনীর একটি দল এসে তাকে বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়ে নিজেদের জিম্মায় নেয়। রেলওয়ে নিরাপত্তা বিভাগের পার্বতীপুর সার্কেলের পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিংয়ের সময় সাজেদুর রহমানের এক টিকিটে ২২ জনের আসন সংরক্ষিত দেখতে পান রেল কর্মকর্তারা। সন্দেহ হওয়ায় তাকে আটক করে ঠাকুরগাঁও জিআরপি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে তিনি টিকিট কালোবাজারির কথা স্বীকার করেন। তার কাছ থেকে আরও ১০৮টি টিকিট, তিনটি মোবাইল ও ১৪টি সিম কার্ড উদ্ধার করা হয়। আটক সাজেদুর রহমান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রাধানাথপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত...
লিবিয়ার মাফিয়াদের কাছে কিশোর বিক্রির অভিযোগে মামলা
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে এক কিশোরকে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগে মামলা মামলা হয়েছে। মামলায় মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করছে পুলিশ। শুক্রবার(২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। ভুক্তভোগী লাকী আক্তার জানান,আমার ছেলে সজীব মাতুব্বরকে (১৮) ইউরোপের দেশ ইতালির পাঠানোর কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাঠায় সুজন সরদার ও তার সহযোগীরা। লিবিয়া পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এরপরে আমার ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। টাকা দিয়েও মুক্তি মেলেনি আমার ছেলের। আমার ছেলে এখন নিখোঁজ। আমি দালালদের বিচার চাই। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরের মা লাকী আক্তার বাদী...
তারেক রহমানের ঈদ উপহার পেলেন সাড়ে ৩ হাজার অসহায় হতদরিদ্র
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সাড়ে ৩ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাইসহ নানা সামগ্রী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর