জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়াগোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনো চেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। যত দিন এই বিচার নিশ্চিত না হবে, তত দিন পর্যন্ত তাঁরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তাঁর এ বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা...
বাতিল করতে হবে আ. লীগের নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক

রাজনীতিতে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পলাতক স্বৈরাচারের লোকেরা উল্লাস করার সুযোগ পায়। জনগণের ব্যবহারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমনভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হচ্ছে, যাতে পলাতক স্বৈরাচারের দোসররা আবারও পুনর্বাসনের সুযোগ পায়। তিনি বলেন, দেশে প্রায় সাড়ে তিন কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি। তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করা। গতকাল রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিশিষ্ট পেশাজীবী নেতাদের সম্মানে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপি মহাসচিব...
হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক
বিচার চলাকালে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক এবং রাজনৈতিক দল নয় দাবি করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশে গণহত্যা চালিয়েছে। বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সাত মাস পার হলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, জুলাইয়ে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী...
ভারতের পরিকল্পনায় ষড়যন্ত্র হচ্ছে
নিজস্ব প্রতিবেদক

ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ। গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ১১ই মার্চ, সময় দুপুর ২:৩০। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমিসহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর