ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মাটি কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সাবিদ (৩০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার নিগুয়ারী ইউনিয়নের তললীগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। মৃতের বাবা মজিবুর রহমান বলেন, জমির মাটিকাটা নিয়ে একই ইউনিয়নের সাদুয়া গ্রামের ইয়াসিন গ্রুপের সঙ্গে দেড় মাস আগে বাগবিতণ্ডা হয় রাকিবের। ইয়াসিন গ্রুপ জোর করে মাটি নিতে চাইলে বাধা দেয় রাকিব। এর জেরে ইয়াসিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সোমবার রাত ১০টার দিকে রাকিবকে ধরে ত্রিমোহনী বাজারের পল্টন মোড় মোন্তাজ মাওলানার দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা...
ময়মনসিংহে মাটি কাটা নিয়ে সংঘর্ষ, নিহত ১
ময়মনসিংহ প্রতিনিধি

‘ফ্যাসিস্টের দোসররা পরিস্থিতি ঘোলা করে সেই পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে’
প্রেস বিজ্ঞপ্তি

মাজারসহ ভিন্ন মতের বিশ্বাসীদের স্থাপনায় হামলাকারী গোষ্ঠী ও ব্যক্তিরা ২৪র গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট সরকারের অনুচরের মতোই আচরণ করছেন। কোনো বিবেকবান মানুষ এমন অপরাধ ও অন্যায়কে সমর্থন করেন না। মাজারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের মাধ্যমে ঐ গোষ্ঠী ইসলামী রাজনৈতিক দল ও ব্যক্তিদের যেমন জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত করছে, তেমনিভাবে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে। এই সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে অবিলম্বে হামলাকারী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া রমজান মাসে বরগুনায় ইসমাইল শাহর মাজারে...
যুবকের পায়ুপথ থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে রাজ রকি (৩২) নামের এক যুবকের পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। আটক স্বর্ণের ওজন ৭২৮ দশমিক ৯৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা। গতকাল সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জীবননগর থানা মোড় থেকে তাকে আটক করা হয়। আরও পড়ুন স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য! ১৫ মার্চ, ২০২৫ ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে জীবননগরের গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে রাজ রকিকে আটক করা হয়। পরে তাকে জীবননগর বিজিবি ক্যাম্পে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তার পায়ুপথ থেকে টেপ পেঁচানো দুটি পোটলায় ৬টি স্বর্ণের বার উদ্ধার হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলেও এসময় জানানো হয়। news24bd.tv/SC...
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যৌথ অভিযানে ৩০ মিনিটে রাস্তা ফাঁকা
গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ফুয়াং ফুড লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল, শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ৩০ মিনিট পর সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যৌথ বাহনী পরে তাদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। অবরোধ প্রত্যাহারের পর শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর