লা লিগার ৩৪তম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে ফিরিয়ে আনল মাদ্রিদের দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (৪ মে) খেলার শুরু থেকেই রিয়াল আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায়। ম্যাচের ৩২তম মিনিটে আরদা গুলারের দারুণ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস। এরপর ৩৮তম মিনিটে এমবাপ্পের প্রথম গোল রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৪৭তম মিনিটে আরদা গুলারের নিখুঁত ক্রসে এমবাপ্পে গোল করে ব্যবধান বাড়ান। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সেল্টা ভিগো। ৬৮ মিনিটে হাভিয়ের রদ্রিগেজ এবং ৭৫ মিনিটে উইলিয়ট সোয়েডবার্গের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। news24bdtv/AH...
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের কষ্টার্জিত জয়
অনলাইন ডেস্ক

লিটনকে নতুন অধিনায়ক করে টি২০ দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরকে কেন্দ্র করে ১৬ সদস্যের টি২০ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। আজ রোববার (৪ মে) মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরো কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর একজনকে বেছে নেবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এদিকে, টি২০ দলে ফিরেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি।...
নতুন টি২০ অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
নিজস্ব প্রতিবেদক

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ জাতীয় দলের টি২০ ফরম্যাটের নতুন অধিনায়কের নাম। লিটন দাসের কাঁধেই গুরুদায়িত্ব চাপিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (৪ মে) এক সংবাদ সম্মেলনে টাইগারদের নতুন টি২০ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় লিটনের নাম। চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ সিরিজ দিয়েই স্থায়ীভাবে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে খেলে আগামী ২১ মে পাকিস্তানে যাবে টাইগারারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে অংশ নেবে তারা। news24bd.tv/SHS
মেসির গোলে জয়ে ফিরলো মিয়ামি
অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এতে টানা তিন পরাজয়ের পর অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ল এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিয়ামির হয়ে সর্বশেষ গোলটি করেছেন মেসি। আজ রোববার (৪ মে) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আক্রমণভাগে আক্ষরিক অর্থেই ঝড় তোলে মিয়ামি। নবম মিনিটে ফাফা পিকল্ট প্রথম গোল করেন। মূলত এরপরে ৩০ মিনিটে ডিফেন্ডার মার্সেলো উইগানড দ্বিতীয় গোল করেন। ৩৯ মিনিটে গোল করে মিয়ামিকে ৩-০ গোলে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। টানা ৯ ম্যাচের গোলখরা কাটান উরুগুয়ে তারকা। সুয়ারেজের গোল নিয়ে মিয়ামি মাচেরানো বলেন, লুইস সুয়ারেজের গোলমুখে ফেরাটা আমাদের আনন্দ দিয়েছে। কারণ আমরা জানি স্ট্রাইকাররা গোল থেকেই আত্মবিশ্বাস পায়। হাফটাইমের ঠিক আগে এরিক ম্যাক্সিম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর