যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

গৃহবধূকে হত্যা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রীর মৃতদেহ রেখে ঘাতক স্বামী সাজ্জাদুর রহমান সাজু হাসপাতাল থেকে পালিয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃজ্ঞ পুর গ্রামের আবুল হোসেনের মেয়ে তানজিনা আক্তার সাথী (২১ ) সঙ্গে একই গ্রামের জসিম উদ্দিন রতনের ছেলে সাজ্জাদুর রহমান সাজুর ২০১৬ সালে বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করত সাজু।

নিহতের চাচা মিন্টু মিয়া জানান, বিয়ের সময় সাথীর বাবা মেয়েকে ৬ ভরি স্বর্ণ দেয়। বিয়ের কিছু দিন পর থেকে সাজু যৌতুক দাবি করে আসছিল।

মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে বাবা ফের তিন লাখ টাকা দেয় সাজুকে। এতে কিছু দিন চুপ থাকার পর সম্প্রতি আবার ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। সোমবার সকালে সাজু যৌতুকের দাবিতে স্ত্রী সাথীকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মুখে বিষ ঢেলে প্রচার করে সাথী আত্মহত্যা করেছে।

মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। নিহতের বাবা একজন প্রবাসী।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা বলেন, আমার কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। শুনেছি বিষ খেয়ে মারা গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/পাবেল/তৌহিদ)

সম্পর্কিত খবর