তামিম ইকবালের সর্বশেষ অবস্থা জানিয়ে চিকিৎসক বললেন, আপাতত শঙ্কামুক্ত তিনি। শরীরের উন্নতিও হয়েছে। তবে এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। কমপক্ষে তিন মাস পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে। মঙ্গলবার (২৫ মার্চ) সাভারের কেপিজে হাসপাতালে তামিমের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের পর এ খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। ডা. আবু জাফর বলেন, উনার (তামিমের) শারীরিক অবস্থা আশাব্যঞ্জক। কিন্তু যেই চিকিৎসা হয়েছে তাতে অ্যাকশন-রিক্যাশন হতে পারে। আবার যেই রিং লাগানো হয়েছে সেটাও কাজ না করতে পারে। সেই ঝুঁকি রয়েছে। তাদের পরিবারকে বুঝিয়েছি। এ মুহূর্তে তার মুভ করা খুবই ঝুঁকিপূর্ণ। সেই বিষয়ে তামিমের সঙ্গেও কথা বলেছি। এটা...
কবে মাঠে ফিরবেন তামিম ইকবাল, জানালেন চিকিৎসক
অনলাইন ডেস্ক

হাসপাতাল থেকে ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম
অনলাইন ডেস্ক

প্রিয় তারকা তামিম ইকবাল হার্ট অ্যাটার্কে আক্রান্ত হওয়ার পর এখন অনেকটা ভালো। উদ্বেগ-উৎকণ্ঠায় প্রায় দেড়দিন কেটেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। অবশেষে ভক্তদের দুশ্চিন্তা কমেছে। সংকট কাটিয়ে ফেসবুকে এসে পোস্ট করেছেন তামিম। সেখানে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ছোট জীবনে একে অপরের বিপদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তামিম। পাঠকদের জন্য তামিমের পোস্টটি তুলে ধরা হলো দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে - এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার...
সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে আনা হবে তামিমকে
নিজস্ব প্রতিবেদক
বর্তমানে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তামিম ইকবাল। আজ মঙ্গলবার (২৫ মার্চ) কেপিজে হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে তামিম ইকবালকে। এমনটাই নিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন একটি সূত্র। আরও পড়ুন তামিমকে ডাক্তারের প্রশ্ন, যা জানালেন তিনি ২৫ মার্চ, ২০২৫ গতকাল সোমবার (২৪ মার্চ)কেএসপির ৩ নম্বর মাঠে চলছিলো ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিলো। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে...
তামিমকে দেখতে ছুটে গেলেন সাকিবের মা-বাবা
নিজস্ব প্রতিবেদক

বর্তমানে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তামিম ইকবাল। গতকাল হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর থেকে দেশবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা যায় যার প্রতিফল ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এদিকে লম্বা সময়ের সতীর্থ ও বন্ধুর জন্য ২৪ মার্চই সবার কাছে দোয়া চেয়েছিলেন সাকিব আল হাসান। এবার ছেলের অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে গেলেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। তামিমকে দেখার পর তার শারীরিক অবস্থার কথা জানিয়ে সাকিবের বাবা মাসরুর রেজা বলেন, সাকিবের সঙ্গে তামিমের কথা হয়েছে কিনা আমি জানি না। তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই বাসায় চলে যেতে পারবে। তিনি আরও বলেন, তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগে থেকেই তার সাথে আমার সম্পর্ক। আরও পড়ুন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর