প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজের বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) রোমের জেমিলি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতাল ছাড়ার সময়, পোপ ফ্রান্সিস হাত নেড়ে তার সমর্থকদের অভিবাদন জানান, তবে তিনি হুইলচেয়ারে বসেছিলেন। পোপের চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানিয়েছেন, পোপ সুস্থ হতে কমপক্ষে দুই মাস সময় নিবেন। ৮৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ধর্মগুরু গত ১৪ ফেব্রুয়ারি ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রায় এক মাস ধরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, তবে তার এই সময়ে তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই গেছেন। পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ফেরার খবর ক্যাথলিক সম্প্রদায়ের জন্য একটি আশার বার্তা হিসেবে...
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস
অনলাইন ডেস্ক

চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধে উভয়েই ক্ষতিগ্রস্ত হবে: চীনা প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্যযুদ্ধ। ট্রাম্প ক্ষমতায় এসেই চীনের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে দুই পরাশক্তির শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। লি কিয়াং বলেছেন, চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবে। তবে যদি তারা যুদ্ধ করে, তাহলে উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। সংঘর্ষের পরিবর্তে আমাদের সংলাপ এবং উভয়ের জন্য লাভজনক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। বার্তাসংস্থাটি জানায়, বেইজিং...
ইসরায়েলের বিমানবন্দর ও মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা
অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা একটি ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে। হুথিরা আরও জানায়, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা news24bd.tv/MR...
গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল
অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি উপত্যকার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে, গত ১৮ মার্চ ইসরায়েলের হামলায় নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিস, যার স্থলাভিষিক্ত হয়েছিলেন বারহুম। রোববার (২৩ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইসমাইল বারহুমসহ আরও একজন নিহত হন। হামাস নিশ্চিত করেছে যে বারহুম হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বারহুমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে খান ইউনিসের নাসের হাসপাতালে ইসমাইল বারহুমকে হত্যা করা হয়েছে। বারহুমকে লক্ষ্য...