রামপুরা-হাতিরঝিল থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগরকে সভাপতি ও দৈনিক চিত্র পত্রিকার রিপোর্টার এম রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকালে রামপুরা-হাতিরঝিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়। সভায় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ মাসুদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার মাহমুদ হোসাইন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব। কমিটিতে দৈনিক যুগান্তরের সিটি রিপোর্টার (রামপুরা) আখিনুর আক্তার এবং বিজয় টিভির রিপোর্টার আশরাফুল ইসলাম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। দীপ্ত টিভির সোহাগ আহমেদ, নিউজ টুয়েন্টিফোরের শাহরিয়ার আলম এবং মোহনা টিভির...
রামপুরা-হাতিরঝিল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক

রামপুরার সিএনজি গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
রাজধানীর রামপুরার পলাশবাগ এলাকায় একটি সিএনজি ও অটোরিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় মাত্র এক ঘণ্টার মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৩৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৬টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নেভায়। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে রোববার সন্ধ্যায় রামপুরায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন...
রাজধানীর রামপুরায় ভয়াবহ আগুন
অনলাইন ডেস্ক

রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশে একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে খিলগাঁও ফায়ার স্টেশনসহ চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পরিস্থিতি মোকাবিলায় আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে রোববার সন্ধ্যায় রামপুরায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।...
মধ্যরাতে রাজধানীতে স্পা সেন্টারে অভিযান, একাধিক নারী আটক
অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে স্পা সেন্টারটির একাধিক নারী কর্মীকে আটক করা হয়। গুলশান ১-এ আর.এম সেন্টার নামে একটি ভবনের চারতলায় এই স্পা সেন্টার। রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়। র্যাব-১ সূত্রে জানা গেছে, তাদের কাছে গোপন সংবাদ ছিল, দীর্ঘদিন ধরে আর এম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টা পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপের জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র্যাব। জানা যায়, আটক নারী কর্মীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর