পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে বাড়ির পথে যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে আজ। বিশেষত ট্রেনে আগাম টিকিটের মাধ্যমে যাত্রা করছেন অনেকেই। কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো, তবে ২টি ট্রেন ছাড়া সকল ট্রেনই নির্দিষ্ট সময়ে ছেড়েছে স্টেশন। স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে এবং কঠোর অবস্থানে রয়েছে। ঈদের আগে বাড়ি ফেরার এই যাত্রা ততটা সমস্যা ছাড়া হতে চলেছে বলে আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ। আজ, প্রথম দিনে ৪৩টি আন্তঃনগর ও ১৫টি ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। তবে, ইঞ্জিনে ত্রুটির কারণে ১১ সিন্ধু ও বুড়িমারী এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৭, ২৮ ও ২৯ তারিখে যাত্রী চাপ বৃদ্ধি পাবে, তবে রেলওয়ে ইতোমধ্যেই তার জন্য...
বাড়ির পথে...
নিজস্ব প্রতিবেদক

সরকারি দপ্তর-সংস্থার দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মচারীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত যারা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে। গত ২০ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে, যে সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে জনমনে দুর্নীতির ব্যাপক ধারণা রয়েছে এবং যারা গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরের সকল কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, জনপ্রশাসন বিষয়ক কমিটির...
ভারত থেকে এলো আরও ১১ হাজার টন চাল
অনলাইন ডেস্ক

প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা আরও ১১ হাজার ৫০০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে আনা চাল নিয়ে "এমভি ডিডিএস মেরিনা" নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। ইতোমধ্যে চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুত খালাস কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, উন্মুক্ত দরপত্রের আওতায় ভারত থেকে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে। news24bd.tv/DHL
পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নির্ধারণে চলছে বৈঠক
নিজস্ব প্রতিবেদক

আসছে পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম কী হবে সেটি নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠকে বসেছেন বিভিন্ন আয়োজকসহ অংশীজনরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কী হবে না সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। এর আগে গতকাল সচিবালয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, এবার শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয় চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। থাকবে নতুন চমক। উপদেষ্টা আরও জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কী হবে না সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সভায় সিদ্ধান্ত হতে পারে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর