আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৯৪ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ। আজ সোমবার (২৪ মার্চ) জেনেভায় রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে ২০২৫-২৬ অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে আবেদনটি জানানো হয়। এই ইভেন্টে নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলীর জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান, জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। শতাধিক অংশীদারের সঙ্গে প্রস্তুত করা এ প্ল্যানে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা, স্থানীয়সহ ১৪ লাখ ৮০ হাজার মানুষের জন্য ৯৩ কোটি ৪৫ লাখ ডলার সহায়তা প্রয়োজন। মিয়ানমারে সামরিক...
রোহিঙ্গাদের জন্য ৯৪ কোটি ডলার চায় জাতিসংঘ
অনলাইন ডেস্ক

সাড়ে ১১ হাজার টন চাল এলো ভারত থেকে
নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে সাড়ে ১১ হাজার টন চাল নিয়ে এমভি ডিডিএস মারিনা নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) এই চালগুলো এসেছে বলে জানা গেছে। আজ সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। উল্লেখ্য, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে দেশে পৌঁছেছে এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল। news24bd.tv/SC...
দুই অতিরিক্ত ডিআইজি ও ১৭ পুলিশ সুপারকে বদলি
অনলাইন ডেস্ক

পুলিশের দুই অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জনসহ মোট ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। দুই অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জনসহ মোট ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির যুগ্ম কমিশনার মুহাম্মদ মাহাবুবুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে র্যাবের পরিচালক এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল হক খানকে পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। দুই অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জনসহ মোট ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়াদের তালিকা দেখুন এখানে।...
নন-ক্যাডারদের জন্য সুখবর
অনলাইন ডেস্ক

বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের অধীনে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব পর্যায়ে ক্যাডার বহির্ভূতদের (নন-ক্যাডার) জন্য মোট ৮১টি পদ সংরক্ষণের সুপারিশে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সারসংক্ষেপে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের জন্য সহকারী সচিব বা সিনিয়র সহকারী সচিব বা উপসচিব বা যুগ্মসচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসেবে ক্যাডার বহির্ভূতদের জন্য পদ সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে তার অফিস কক্ষে গত ২৪ অক্টোবর ও ৬ নভেম্বর সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ক্যাডার বহির্ভূতদের জন্য পদ সংরক্ষণের সুপারিশ করা হয়। এতে আরও বলা হয়, কমিটির...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর