স্বামীকে কিস্তিতে ঋণ তুলে দিতে রাজি না হওয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। সমিতি থেকে ঋণ তুলে দিতে রাজি না হওয়ায় নির্যাতিতার স্বামী ভ্যান চালক ইয়াসিন মুন্সি মঙ্গলবার (১৮মার্চ) সকালে এ কাণ্ড ঘটায়। নড়াইলের সীমান্তবর্তী মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শেফালী বেগম নামে ঐ নারীকে তার স্বজনরা চিকিৎসা দিতে নড়াইলে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। স্বজনরা জানায়, স্থানীয় একটি অর্থলগ্নিকারি সমিতি থেকে ১ লক্ষ টাকা পূর্বের ঋণ থাকা স্বত্বেও শেফালীর স্বামী ইয়াসিন মুন্সি আবারও শেফালীকে সমিতি থেকে ঋণ এনে দিতে চাপ দিচ্ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে দাম্পত্য কলহের জেরে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে স্বামী-স্ত্রী...
স্বামীকে ঋণ তুলে দিতে রাজী না হওয়ায় স্ত্রীকে হত্যা চেষ্টা
নড়াইল প্রতিনিধি

বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন
বগুড়া প্রতিনিধি

বিয়ের কথা বলে ডেকে নিয়ে গিয়ে ঘরে থাকা দুই স্ত্রীর বাধা, অতঃপর প্রেমিকার সাথে বাকবিতণ্ডা থেকে গলা টিপে হত্যা। বগুড়ায় পরকীয়া প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে একমাত্র আসামি পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির এই রায় দেন। দণ্ডিত আসামি হবিবর মণ্ডল বগুড়ার সোনাতলার রাখালগাছি এলাকার মৃত তোফাজ্জল মণ্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সাথে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দর্জির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবর তার ঘরে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান, খুললো যমুনা রেল সেতু
অনলাইন ডেস্ক
যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘত যমুনা রেল সেতু নিয়মিত ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সোয়া ১২টায় সেতুতে ওঠে ট্রেন। ট্রেনটি সাড়ে তিন মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে পৌঁছায়। এর আগে পৌনে ১২টার দিকে সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম সেতুটির উদ্বোধন করেন। এর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হলো। বিশেষ করে উত্তর-দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সহজ হলো। এতে বাংলাদেশর সম্ভাবনাময় অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেলো। তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলছে না যাত্রীদের। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী...
যশোরে চাঁদাবাজদের গুলিতে ইজারাদারের মৃত্যু
অনলাইন ডেস্ক

যশোর শহরের রেলরোড পঙ্গু হাসপাতাল এলাকায় মীর সাদী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদী রেলবাজারের ইজারাদার ও রেলগেট এলাকার মীর শওকতের ছেলে। পরিবারের দাবি, স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল সাদীর কাছে। তা না দেওয়ায় তাকে ছয়-সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে মৃত্যু হয়। যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক খান মাইদুল ইসলাম জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় ট্যাটু সুমন নামে এক সন্ত্রাসী তাকে গুলি করে। ঘটনার পেছনে রেলবাজারের ইজারা নিয়ে বিরোধ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাকিরুল জানান,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর