বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এর আগে, ২০০৭ সালের ২৭ মে তারিখ বাবরকে আটক করে যৌথবাহিনী। গ্রেপ্তারের সাতদিন পর গুলশান থানায় অস্ত্র আইনে মামলা হয়। ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল লাইসেন্স বিহীন রিভলবার পাওয়ার অভিযোগে বাবরকে ১৭ বছরের সাজা প্রদান করে। বিচারিক আদালতের এই সাজা অবৈধ ছিল বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথবাহিনী ওনাকে গ্রেপ্তারের ৭ দিন পর উদ্দেশ্যমূলভাবে এই মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, একটি লাল-কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয় কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না।...
অস্ত্র মামলায় বাবরের ১৭ বছরের সাজা অবৈধ ছিল
নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলার সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল
অনলাইন ডেস্ক

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৯ মার্চ) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। যার শুনানি হতে পারে আজ। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়েছিলেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। ঢাকায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও আরও প্রায় ৩০০ জন আহত...
পরিবারসহ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক

গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান ও যূলিকা নাঈম খানের ১৬৩ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৬ কোটি ২৫ লক্ষ ৪৯ হাজার ৯৪৪ টাকা জমা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট জমা ছিলো ৩৮৫ কোটি ৭৮ লক্ষ ৫৪ হাজার ৮৩৯ টাকা এবং বিভিন্ন সময় উত্তোলন করা হয় ৩৭৯ কোটি ৫২ লক্ষ ৫ হাজার ৭৫ টাকা। দুদকের আবেদন সূত্রে এই তথ্য জানা যায়। এদিন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আফরোজা হক খান। আবেদনে বলা হয়েছে, নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ...
দুদকের মামলায় আদালতে জান্নাত আরা হেনরী
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতে আজ মঙ্গলবার (১৮ মার্চ) হাজির করা হয় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে। গত বছরের ৩০ সেপ্টেম্বর স্বামীসহ গ্রেপ্তার হন তিনি। বর্তমানে তিনি ও তার স্বামী কারাগারে আছেন। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর