জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি ও আসামি গ্রেপ্তার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনালের কার্যক্রম গতিশীল করতে জনবল বাড়ানোর তাগিদ দেন আদালত। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই অভিমত ব্যক্ত করেন। এদিন ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর জাহাজ বাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে ৯ জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এসপি জসিমউদদীন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই তিন আসামিকে ৭মে পরবর্তী হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে দিতে বলা হয়েছে। মিরপুরের...
আসামি গ্রেপ্তার নিয়ে অসন্তোষ ট্রাইব্যুনালের
নিজস্ব প্রতিবেদক

প্রতারণার মামলায় সাকিবের সম্পত্তি ক্রোকের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

আইএফআইসি ব্যাংকের চার কোটি ১৫ লাখ টাকা প্রতারণা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন। মামলায় আজ সাকিবকে গ্রেপ্তারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ঠিক ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ১৯ জানুয়ারি তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন একই আদালত। গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের...
ঈদের শুভেচ্ছা জানালেন পলক, ‘চোর, চোর’ স্লোগান জনতার
নিজস্ব প্রতিবেদক

রিমান্ড শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে আসছে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান পতিত আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এজলাস থেকে বের হতেই অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তার। আজ সোমবার (২৪ মার্চ) সকাল ১০টায় পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের কাঠগড়ায় রাখা হয়। এরপর এ মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম জানান, পলক ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর...
ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহীদুল হকসহ ৬
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কল্যাণপুরে ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সাথে রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমারসহ দুই জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস এম ময়নুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযান চালায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর