আসন্ন পবিত্র ঈদ প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। যার মধ্যে অন্যতম ঢাকাই সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর। বাংলাদেশ-ভারত, দুই দেশেই সিনেমাটির শুটিংয়য়ের পর ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শেষমুহূর্তে এই সিনেমার মুক্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। জানা গেছে, ঈদ কাছাকাছি এলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি বরবাদ। একাধিক জটিলতায় থমকে আছে আলোচিত এই সিনেমা। সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে বরবাদকে। এমন পরিস্থিতে হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে শাকিবের ৪ বছর আগের একটি সিনেমা। ২০২১ সালে শেষ হওয়া অন্তরাত্মা সিনেমাটি এরই মধ্যে চলচ্চিত্র...
‘সিনেমা আটকানো মানে কতগুলো স্বপ্নের দাফন’, শাকিবের সিনেমা ইস্যুতে ক্ষুব্ধ সিয়াম
অনলাইন ডেস্ক

মোশাররফ করিমের ‘কাউয়া কমলা খাইতে জানে না’
অনলাইন ডেস্ক

একটি প্রমোদতরীতে আঞ্চলিক ভঙ্গিতে জমেছে গানের আসর। ভাসমান সেই তরীটিই টার্গেট গোয়েন্দা পুলিশের। যেখানে সাঙ্গপাঙ্গসহ লুকিয়ে আছে অপরাধী। আসরের মধ্যমণি সুমন আনোয়ার! অনেক কাঠখড় পুড়িয়ে ভাসমান সেই জাহাজটিতে উঠেন চক্কর-এর মূল গোয়েন্দা মোশাররফ করিম! নেট দুনিয়ায় ঢু মারলেই আজকাল চোখে পড়ছে মোশাররফ করিমের কাউয়া কমলা খাইতে জানে না গানটির ছোট ছোট ক্লিপ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা চক্কর ৩০২। নতুন এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কিছুদিন আগে সিনেমাটির টিজার প্রকাশ করেছেন নির্মাতা যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে । এবার এলো চক্কর ৩০২-এর প্রথম গান কাউয়া কমলা খাইতে জানে না। লোকসংগীতের ধাঁচে গাওয়া মাতাল...
ক্যান্সারে ভুগছেন উপস্থাপিকা সামিয়া আফরিন
অনলাইন ডেস্ক

প্রায় আড়াই বছর ধরে মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার ক্যান্সার ধরা পড়ে বলে জানিয়েছেন তিনি নিজে। সামিয়া আফরিন বলেন, ২০২২-এর ঠিক এপ্রিলে আমার ক্যান্সার ধরা পড়ে। চতুর্থ স্টেজে গিয়ে এটি ধরা পড়ে। আমার পরিবারের লোকজনের জন্য এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে, এটা একটা অসুখ; এ জন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কিভাবে নিরাময় হতে পারে, আমি সেসব খুঁজে বের করি। মানসিকভাবে ভেঙে না পড়ে, বরং তখন আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম। কারো কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা নিজেকে সেই দৃষ্টিতে দেখতে চাইনি। আমি সব সময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরো বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে...
তবে কী শাকিব খানকে হুবহু নকল করলেন সালমান?
অনলাইন ডেস্ক

আসছে ৩০ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের সিকান্দার সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম বুকিংও শুরু হয়েছে। তবে এর আগেই বিতর্কে জড়ালেন সালমান। তার বিরুদ্ধে এবার বাংলার সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে। এ বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের সূত্রপাত, সিকান্দার সিনেমার প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোহরা যবিন গানটি শেয়ার করার পর থেকেই। সেই গান দেখে নেটিজেনরা অভিযোগ তোলেন- সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করেছেন। ২০২৩ সালে মুক্তি পায় শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। সেই সিনেমায় কুরবানি কুরবানি গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু অনুকরণ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যধারণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে ভাইজানের জোহরা যবিন গানের। আর এই তুলনা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর