সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স-এ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাগণের পরিবারবর্গের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আমন্ত্রিত অতিথিগণের উদ্দ্যেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারী যোদ্ধাগণকে জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি...
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে সেনাবাহিনীর সংবর্ধনা
অনলাইন ডেস্ক

বিমসটেকের সভাপতির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে। আগামী মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ ঘোষণা আসবে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৪ এপ্রিল ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সভাপতিত্ব গ্রহণ করবে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বিমসটেক শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। বাণিজ্য ও মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ও মানব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, সংস্কৃতি,...
'আওয়ামী লিগ' নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন
অনলাইন ডেস্ক

নতুন রাজনৈতিক দল আওয়ামী লিগ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন উজ্জ্বল রায় নামে দিনাজপুরের এক ব্যক্তি। প্রতীক হিসেবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে। ইসি সূত্র জানায়, উজ্জ্বল রায় নামের ওই ব্যক্তি সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন। নিবন্ধন আবেদনে দেখা যায়, আওয়ামী লিগ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন এই ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে ২৪ মার্চ, ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন আবেদনকারী। তবে কোন সালের ৩০ এপ্রিল তা উল্লেখ করেননি। আবেদনে আরও দেখা যায়, তিনি দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে...
বাড়ি-গাড়ি বিক্রি করে হলেও ২৭ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন দিতে হবে
নিজস্ব প্রতিবেদক

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের পাওনা ২৭ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। না করলে কঠোর ব্যবস্থাসহ মালিকরা বিদেশে যেতে পারবে না। বাড়ি-গাড়ি বিক্রি করে হলেও বেতন ভাতা দিতে হবে। মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে ঈদে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে বৈঠকে এসব জানান তিনি। এসময় উপদেষ্টা বলেন, ১০/১২টি প্রতিষ্ঠানে সমস্যা আছে। এর মধ্যে পুরনো বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ আছে। ১২টা প্রতিষ্ঠানের মালিক বিদেশে যেতে পারবে না। ঈদ আসলে শ্রমিকদের বেতন দিতে গিয়ে বলবেন টাকা নাই এটা হবে না। উপদেষ্টা আরও বলেন, ৯৯ ভাগ গার্মেন্টস বেতন ভাতা হয়ে গেছে। ২২৫০ কোটি টাকা ইনসেন্টিভ দেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, বাজার অনেকটা নিয়ন্ত্রণে আছে। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মনিটরিং করা হয়েছে। পোর্টে পণ্য খালাস না করে দাম বৃদ্ধির...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর