বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সাভারের বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ম্যাচ খেলতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সতীর্থরা এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন। তামিক ইকবাল হার্ট অ্যাটাক করেছেন, এমন খবরে সতীর্থদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সবার চোখে-মুখে উদ্বেগ, মাথায় শুধুই তামিমকে নিয়ে ভাবনা। স্রষ্টার কাছে করেই চলেছেন প্রার্থনা। আজ সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত এ ঘটনা। শাইনপুকুরের...
তামিমের সুস্থতা কামনা করলেন তাসকিন-মিরাজ
অনলাইন ডেস্ক

তামিমের হার্টে দুই ব্লক, একটিতে পরানো হয়েছে রিং
নিজস্ব প্রতিবেদক

হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয় পার্শ্ববর্তী একটি হাসপাতালে। সেখানে ইসিজি করে বের হওয়ার সময় বড় ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। সবশেষ জানা গেছে, তামিমের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে এনজিওগ্রাম শেষে তার হার্টে একটি রিং পরানো হয়েছে। আরও পড়ুন লাইফ সাপোর্টে তামিমইকবাল ২৪ মার্চ, ২০২৫ উল্লেখ্য, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয় তামিম ইকবালকে। হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ারে আনার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না তার অবস্থা সংকটাপন্ন হওয়ায়। তবে, এখন ডাক্তাররা জানিয়েছেন অবস্থা একটু উন্নতির দিকে। বিসিবি পরিচালক ও মোহামেডানের শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম এবং মোহামেডানের...
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ড সভা স্থগিত
অনলাইন ডেস্ক

সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার খবরে স্থগিত হয়ে গেছে আগে থেকেই নির্ধারিত বিসিবির ২৯ তম বোর্ড সভা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। আজ সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলায় সভা শুরু হওয়ার কথা ছিল। সভা স্থগিত হওয়ার পর বোর্ড পরিচালকরা হাসপাতালে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে, পরিবারের সদস্যরাও এরই মধ্যে হাসপাতালে পথে রওনা দিয়েছেন। জানা গেছে, রোজা রেখে ম্যাচটি খেলতে নামেন তামিম। পরে বুকে ব্যথা অনুভব করার পর পড়ে যান। একটি সূত্রে জানা গেছে, তিনি স্ট্রোক করেছেন। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার চেষ্টা করা হলেও অবস্থা বেশি ভালো না হওয়ায় সেই পরিকল্পনা বাদ দিয়ে তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে,...
তামিমের বিষয়ে হাসপাতাল থেকে যেসব তথ্য মিললো
নিজস্ব প্রতিবেদক

সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে গাজীপুরের কেপিজি হাসপাতালে যাওয়ার পর একদফা হাসপাতাল ছাড়ার পথে থাকলেও কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে ঢাকায় আনার জন্য প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। আজ সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার পর এই ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, আমি মূলত তামিম ইকবালের ভক্ত, তার খেলা দেখতে এসেছিলাম। দেখি টস করে সে ডাগআউটে বসে আছে। আমরা বলছিলাম, মাঠে নামছে না কেন। পরে দেখি অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আরও পড়ুন লাইফ সাপোর্টে তামিমইকবাল ২৪ মার্চ, ২০২৫ হাসপাতালের ফ্রন্ট ডেস্কে থাকা কর্মীদের কাছ থেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর