মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দেশের অর্থনৈতিক, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব বলেন। এসময় তিনি আরও বলেন, দেশ অর্থনৈতিক দিক দিয়ে খাদের কিনারে ছিল, সেখান থেকে এই সরকার দেশকে তুলে এনেছে। এখন আর দেশ অর্থনৈতিকভাবে খাদের কিনারে নেই। অবস্থা আগের চেয়ে ভালো। এসময় তিনি আরও বলেন, এলডিসি উত্তরণের বিষয়টা দেশের জন্য গৌরবের। ২০২৬ সালে এলডিসি উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার। এর মধ্যে কোনো সমস্যা হলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা এবং দেশে ইসলামি সন্ত্রাসীদের হুমকির বিষয়ে যে মন্তব্য...
তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চারটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আবহাওয়ার পরিবর্তনে ভূমিকা রাখছে। এই পরিস্থিতিতে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল...
গুম কমিশনের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের গেজেটে এ তথ্য জানানো হয়েছে। গেজেটে জানানো হয়, এই সিদ্ধান্ত গত ১৫ মার্চ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। গুম কমিশনের সভাপতি হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনের অন্য সদস্যরা হলেনহাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন। বিগত সময়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে।...
মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। এবারও এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন করেছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস ওই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি। ট্যামি ব্রুস বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বিষয় উল্লেখ করে আগাম কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। দেশটির স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান ট্যামি ব্রুস। সোমবারের ব্রিফিংয়ে ওই প্রশ্নকারী বলেন, মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে তখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রার্থী ছিলেন। তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন যেহেতু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় ৬০ দিন ধরে দায়িত্বপালন করছেন, সেই হিসেবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর