রাজধানীর হাতিরঝিল থানার চাঁদাবাজি মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে তুষারের প্রধান সহযোগী মো. হাসান ওরফে প্যান্ডি হাসানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গ্রেপ্তার হওয়া প্যান্ডি ভোলা সদরের আব্দুল মালেক ফকিরের ছেলে। র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্যান্ডি হাসান দীর্ঘদিন ধরে হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে করে আসছিল। এর আগে, ২৩ ফেব্রুয়ারি র্যাব-৩ ভাগ্নে তুষারকে গ্রেপ্তার করে। এরপর তার প্রধান সহযোগী হিসেবে প্যান্ডি হাসান সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে র্যাব-৩ অভিযান...
ভাগ্নে তুষারের প্রধান সহযোগী প্যান্ডি হাসান গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। রাজধানীর বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই রোববার (১৮ মার্চ) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। বন্ধ থাকবে যেসব মার্কেট বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা। যেসব এলাকার দোকানপাট বন্ধ...
জলাবদ্ধতার আগেই নিরসনে প্রস্তুত ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক

আসন্ন বর্ষা মৌসুমে এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনের বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন একযোগে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (১৭ মার্চ) বিকালে বিমানবন্দর রেলস্টেশনের সংলগ্ন আশকোনা রেলগেট ও এর আসে পাশের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান থাকায় এ বছর এই এলাকায় তীব্র জলজটের আশঙ্কা করছি। তাই, বর্ষার পূর্বের সর্বোচ্চ পানি নিষ্কাশনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যার ফলসরূপ আগামী বর্ষার মৌসুমে এই এলাকার মানুষের কষ্ট কিছুটা লাগব হবে। প্রশাসক আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বড় বড় শহুরে বন্যা থেকে নিরসনের জন্য জলাধার একান্ত প্রয়োজন। তাই, সকল উন্নয়নকারী সংস্থাকে অনুরোধ করবো,...
রাজধানীতে ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা
অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ এবং নিউমার্কেটসহ বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি। সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংসমূহে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বা সড়কে যানবাহনের চাপ বেশি হলে উক্ত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তথা মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে কিছু ডাইভারসন দেওয়া হবে। ক্রসিংগুলো হলো- ১. পান্থপথ এলাকা, নিউমার্কেট এলাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর