সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনলাইন দুনিয়ায়। গত ২৪ এপ্রিল মিশার মৃত্যু হয়। পরদিন, ২৫ এপ্রিল, তার পরিবার মৃত্যুর খবর প্রকাশ করলেও, মৃত্যুর কারণ নিয়ে তখন কিছু জানানো হয়নি। অবশেষে বুধবার এক বিবৃতিতে পরিবার জানায়, আত্মহত্যা করেছেন মিশা। পরিবারের মতে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মিশা। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ারের লক্ষ্যে পৌঁছাতে পারছিলেন না, বরং ফলোয়ার সংখ্যা কমতে শুরু করে। এই বিষয়টি তাকে প্রবল মানসিক চাপে ফেলে দেয়। ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন লাখ ফলোয়ার ছিল মিশার। তিনি মূলত কমেডি ভিডিও তৈরির জন্য পরিচিত ছিলেন এবং তার কনটেন্ট ধীরে ধীরে জনপ্রিয়তাও পাচ্ছিল। তবে হঠাৎ করে ফলোয়ার সংখ্যা কমে যাওয়ায় ভেঙে পড়েন তিনি। মিশার বাবা-মা এক যৌথ বিবৃতিতে জানান, ইনস্টাগ্রাম...
১ মিলিয়ন ফলোয়ার না হওয়ায় ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের আত্নহত্যা
অনলাইন ডেস্ক

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত
অনলাইন ডেস্ক

এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনার মধ্যে বুধবার (৩০ এপ্রিল) রাতে এ ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে, যা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করে জানায়, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত বা ভাড়া ও ইজারা নেওয়া কোনো বাণিজ্যিক কিংবা সামরিক বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। আরও পড়ুন হানিমুন শেষে স্যালুট দিয়ে স্বামীকে বিদায় ২৪ এপ্রিল, ২০২৫ এর আগে গত সোমবার পাকিস্তানও ভারতের উড়োজাহাজের জন্য তার দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। তবে পাল্টাপাল্টি এমন পদক্ষেপের ঘোষণার আগে...
শাহবাজ শরিফ–জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানে চরম উত্তেজনার মধ্যে, সংঘর্ষ এড়াতে পরস্পরের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) পৃথক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেন রুবিও। ফোনালাপে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং পাকিস্তানকে হামলার তদন্তে সহযোগিতার আহ্বান জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন ভারতকে উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে এবং দায়িত্বশীল আচরণ করতে। তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, ভারত ইন্দাস পানি চুক্তি থেকে একতরফাভাবে সরে এসে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেযা আন্তর্জাতিক...
ট্রাম্পের ১০০ দিনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধস, মন্দার আভাস
অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দেখা দিয়েছে আশঙ্কাজনক মন্দার আভাস। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। অথচ গত বছরের শেষ প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে, যা দেশটিকে কার্যত একটি নতুন মন্দার দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। এই অর্থনৈতিক ধসের পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের আনা নতুন শুল্কনীতি বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বজুড়ে শুল্ক আরোপ ও বাণিজ্যযুদ্ধের কারণে ভোক্তাদের আস্থা মারাত্মকভাবে কমে গেছে। এপ্রিল মাসে তা ৩২ শতাংশ হ্রাস পায়, যা ১৯৯০ সালের অর্থনৈতিক মন্দার পর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর