স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফেনী প্রতিনিধি

ফেনীতে যৌতুকের জন্য স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. মোর্তুজাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

আজ বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। একই সাথে আদালত ২৫ হাজার টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটার (পিপি) হাফেজ আহমেদ জানান, ২০১৬ সালে জানুয়ারী মাসে যৌতুকের দাবিতে স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মো. মোর্তুজা।

ঘটনার ৪ মাস পর নিহতের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।  

আদালত দীর্ঘ শুনানীর পর বৃহস্পতিবার আসামি মো. মোর্তুজাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। মোর্তুজা সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের আবদুল মুনাফের ছেলে।

এ মামলা বিচারকালে ১০জন স্বাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন।

দীর্ঘ শুনানির পর আদালত এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোর্তুজা কারাগারে রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর