নাটোরের বড়াইগ্রামে পূর্ব বিরোধের জের ধরে মাওলানা আজিজুর রহমান (৫৬) নামে এক মসজিদের ইমামকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও দুই ছেলেকে আটক করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। মাওলানা আজিজুর রহমান বোর্ণি গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের পেশ ইমাম। এ ঘটনায় আটকরা হলেন-বোর্ণি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৫), তার বড় ছেলে ইউসুফ আলী (৩০) ও ছোট ছেলে সাব্বির হোসেন (২০)। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আজিজুর রহমান বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে ইসমাইল ও তার ছেলেরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় বাড়ির নারীরা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকেও লাঞ্চিত করে তারা। পরে মারপিটের এক পর্যায়ে...
মারপিটে অচেতন মসজিদের ইমাম, বাবা ও দুই ছেলে আটক
নাটোর প্রতিনিধি

সুন্দরবনে আগুন
অনলাইন ডেস্ক

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আজ শনিবার ( ২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগও দুপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়াতে পানির উৎসের অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন...
'বাংলাদেশে খুনি হাসিনার রাজনীতি পুনর্বাসন হবে না'
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। শনিবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন মাহদি, যুগ্ম মূখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্রতিনিধি সাহিল আহমেদ, আক্কাস মীর, লিংকন চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে কোনো আওয়ামী লীগের রাজনীতি ও খুনি হাসিনার রাজনীতি পুনর্বাসন হবে না। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন...
শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত
অনলাইন ডেস্ক

রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে রুহুল আমিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জমি মাপাকে কেন্দ্র করে রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিন্টু। এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। news24bd.tv/আইএএম...