ফণীর প্রভাবে ভূমিধসের আশঙ্কা 

ফাইল ছবি

ফণীর প্রভাবে ভূমিধসের আশঙ্কা 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের দুর্গত এলাকায় ব্যাপক ভূমিধস ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে ভারতের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।  

আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ভারতের পূর্বাঞ্চলের দুটি প্রধান বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে হাজার হাজার কর্মী কাজ করছেন।

দেশটির অন্ধ্র প্রদেশ ও তামিল নাড়ুতে মহা বিপদ সংকেত জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আট লাখ লোককে এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। পুরি শহরে এক লাখ লোকের বাস। আজ সকালে ফণীর আঘাতে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

পুরিতে ৮৫৮ বছরের পুরোনো জগন্নাথ মন্দির রয়েছে। মন্দিরটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ভারতের নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় এলাকায় ত্রাণ সরবরাহের জন্য নৌবাহিনী সাতটি যুদ্ধ জাহাজ, ছয়টি উড়োজাহাজ ও সাতটি হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর