চুয়াডাঙ্গার জীবননগরে ৩৪৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ আলমগীর হোসেন (৪৮) নামে এক ভ্যান চালককে আটক করেছে বর্ডার গার্ডবাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা। আটক আলমগীর হোসেন জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামের ইসহাক মন্ডলের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দেড়টার দিকে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে থেকে আলমগীরকে ভ্যানসহ আটক করা হয়। পরে তাকে জীবননগর বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করা হলে তার শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি সহকারী পরিচালক আরও জানান, এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।...
ভ্যান চালকের শরীরে অর্ধকোটি টাকার স্বর্ণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

সাভারে ২৫ লাখ টাকার হেরোইনসহ আটক ৪
অনলাইন ডেস্ক

সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার হেরোইনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর। গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা মো. ফালান (৪৫), সুনামগঞ্জ জেলার জামালপুর থানার কোকরাবুশি গ্রামের বাসিন্দা মো. মনির (২২), যশোর জেলা সদরের ওহিদপুর গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলাম আরিফ (২০) ও কুমিল্লা জেলার লালমোহন থানার দেবীচর গ্রামের বাসিন্দা মো. হৃদয় (২১)। জানা যায়, অভিযানে গাঁজাসহ এক মাদককারবারি এবং তিনজন দস্যুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপর এক মাদককারবারি। পরে পলাতক মাদককারবারির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর...
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার ১০ শিক্ষক গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। আটক শিক্ষকরা হলেন, আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে পেরে ইউএনও মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় কেন্দ্র সচিব...
সীমান্ত থেকে চার বাংলাদেশিকে তুলে নিয়ে গেল বিএসএফ
আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (৭ মে) ভোরে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে ঘটনাটি ঘটে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী মড়লহাট এলাকার আনসারুল হকের ছেলে শামীম হোসেন (৩৫), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩০) ও বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. মিস্টার (৩০)। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়রা জানান, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে চারজন বাংলাদেশি নাগরিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর