বরগুনায় ফণীর প্রভাবে দাদি-নাতির মৃত্যু

বরগুনায় ফণীর প্রভাবে দাদি-নাতির মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে প্রচণ্ড ঝড়ো বাতাসে কাঠের ঘর ধসে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চরদোয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদোয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দাদির নাম নুরজাহান (৬০) ও নাতির নাম জাহিদুর (৯)।
 
ঘর চাপা পড়ে নিহতদের মধ্যে নূরজাহানের স্বামীর নাম মৃত আব্দুল বারেক।

তার নাতি জাহিদের বাবার নাম ইব্রাহিম হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরদুয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মিয়া জানান, ইব্রাহিম হোসেনের বাড়িটি কাঠের ছিল। বাড়ির একটি কক্ষে দাদি নুরজাহানের সঙ্গে ঘুমিয়েছিল নাতি জাহিদুর। রাতে প্রচণ্ড ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে ওই কক্ষটি ধসে পড়লে ঘটনাস্থলেই দাদি-নাতির মৃত্যু হয়।

 


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর