তুচ্ছ ঘটনার জেরে পাবনার সাঁথিয়ায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন পিতা। শনিবার সকালে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরীহাট ভাটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান। তিনি জানান, শনিবার সকাল ৯টার দিকে ভাটিপাড়া গ্রামের আব্দুল মালেক তার নিজ বাঁশ বাগান থেকে বাঁশ কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় তার ছেলেকে তার সাথে বাঁশ কাটতে যেতে বলা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে মানিক হোসেন সামনে থাকা বাঁশ কাটার ধারালো কুড়াল দিয়ে পিতা আব্দুল মালেককে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিতা আব্দুল মালেকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। news24bd.tv/TR...
ছেলের হাতে প্রাণ গেল বাবার
পাবনা প্রতিনিধি

মশারি আর কয়েল জ্বালিয়ে খুলনার রাস্তায় নাগরিকরা
অনলাইন ডেস্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে এবার ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন খুলনার নাগরিক সমাজ। আজ শনিবার (২২ মার্চ) খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে রাস্তার মাঝে মশারি, কয়েল, ধূপ, র্যাকেট হাতে বিক্ষোভ করে সংগঠনটি। এতে স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, খুলনায় বর্তমানে মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু মশা নিধনে সিটি করপোরেশনের ভূমিকা খুবই নগণ্য। সিটি করপোরেশন কর্তৃক ব্যবহৃত মশা নিধনের ওষুধ অত্যন্ত নিম্নমানের। অতিদ্রুত সমস্যার সমাধান না হলে নগর ভবন ঘেরাও এর হুমকি দেন নাগরিক নেতারা। অংশগ্রহণকারীদের অভিযোগ, খুলনার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশা নিধন কার্যক্রম অপ্রতুল, নিয়মিত লার্ভিসাইড স্প্রে করা হয় না। জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন...
ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে কালো সোনা নামে পরিচিত পেঁয়াজ বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও পেঁয়াজের বীজ চাষে ব্যাপক সাড়া পড়েছে চাষিদের মাঝে। এসব বীজ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এদিকে জেলা কৃষি বিভাগ বলছে এবারে জেলায় ১৫৩ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পতিলা ভাষা গ্রামের বাসিন্দা আব্দুল বারেক। ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে প্রথম শুরু করেন পিঁয়াজের বীজ চাষের কাজ। অল্প খরচে লাভবান হওয়ায় এবারে ৫ একর জমিতে করেছেন এই পিঁয়াজের বীজ চাষ। বাজারে ভালো দাম পেলে যা বিক্রি করবেন ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। তার উৎপাদিত পিঁয়াজের বীজ বিভিন্ন জেলায় দিচ্ছেন তরুণ উদ্যোক্তা আব্দুল বারেক। সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধু আব্দুল বারেক নয় তার মতো জেলার...
তৃতীয় লিঙ্গের তিনজনসহ ৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
লালমনিহরট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দিয়ে ৫ বাংলাদেশিকে ফিরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার (২২মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বাংলাদেশি ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকেলে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারসহ ৫ জন বিএসএফের সদস্যারা। অপরদিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলীসহ ৬ জন বিজিবি সদস্য। আটক ৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর