চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব হলেও সে সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবে বলেও মন্তব্য তার। রোববার (২৩ মার্চ) সাংবাদিকদের ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। খুব শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। জুলাই আগস্টের ঘটনায় এই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। বৈষম্যবিরোধী আন্দোলনে ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে মারা যায় অন্তত ৭৫ জন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটি ভিডিও। যাতে দেখা যায়, দুজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ ব্যক্তিদের হাত-পা ধরে ভ্যানে নিক্ষেপ করছে। ভ্যানভর্তি লাশগুলো থানার সামনে নেয়া হয়। পরে একটি পুলিশভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে...
আওয়ামী লীগের বিচারের সিদ্ধান্ত নিতে হবে সরকারকে: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক

চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
অনলাইন ডেস্ক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছে- বনানীর ৩১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট এবং পাঁচটি ব্যাংক হিসাব। আজ রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। বনানীর ফ্ল্যাটটির বাজার মূল্য ৩০ লাখ ৫১ হাজার টাকা। আর ফ্রিজ করা ব্যাংক হিসাবে ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা আছে। আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ ফ্রিজ চেয়ে আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকির স্থাবর সম্পদ এবং অস্থাবর...
ডিভোর্স না দিয়ে বিয়ে: নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছাল
নিজস্ব প্রতিবেদক

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়েছে। আগামী ১৬ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার মামলাটিতে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমানকে জেরার দিন ধার্য ছিল। তবে এদিন তদন্ত কর্মকর্তা আদালতে আসেননি। এ জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ১৬ জুন জেরার পরবর্তী তারিখ ঠিক করেন। আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম কিরণ এ তথ্য জানান। এদিকে এদিন নাসির হোসাইন আদালতে হাজিরা দেন। তবে তামিমা কর্মস্থল সৌদিয়া এয়ারলাইন্সে থাকায় এবং ছুটি না পাওয়ায় আদালতে হাজির হতে পারেননি। তারপক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করেন। এ পর্যন্ত এই মামলায় নয়জনের...
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার তদন্ত শেষ
নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে আশুলিয়ার হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনায় করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার (২৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের তিনি এসব জানান। জুলাই আগস্ট গণহত্যায় হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। এর আগে গত ১৯ মার্চ চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত চারটি মামলার তদন্ত ফাইনাল স্টেজে (শেষ পর্যায়ে) রয়েছে। এর মধ্যে রয়েছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা। সেসময় তিনি আরও জানান, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এক মাসের মধ্যে আমরা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারবো। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত