বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। এরপর তাকে দুবার সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে হার্ট অ্যাটাক ধরা পড়লে হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তামিমের রিং পরানো সফল হয়েছে। একটি শতভাগ ব্লকেজ ধরা পড়লেও রিং পরানোর মাধ্যমে তা পুরোপুরি ঠিক হয়ে গেছে। তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথাও বলেছেন। যদিও তামিমের হার্টে রিং পরানোর ক্ষেত্রেও কাগুজে কিছু আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। যেমন- হার্টে রিং পরানো একটি অপারেশন। এ ধরনের চিকিৎসার আগে পরিবারের পক্ষ থেকে সম্মতি বা বন্ড নেওয়া হয়। যাতে সজ্ঞানে অপারেশনে সম্মতি জ্ঞাপনের বিষয়টি উল্লেখ থাকে। আরও পড়ুন কারও ডাকেই দিচ্ছিলেন না সাড়া, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোটাদিন ২৪ মার্চ, ২০২৫...
আত্মীয় না হয়েও তামিমের অপারেশনের বন্ডে স্বাক্ষর দেন তিনি
অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে ছয় পরিবর্তন নিয়ে দল গোছাতে হিমশিম ব্রাজিলের
অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল বুধবার (২৫ মার্চ) বিশ্বজয়ী আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর দুই দিন আগেই ব্রাজিলের একাদশ জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো। ব্রাজিলিয়ান মিডিয়ার দাবি- প্রথম একাদশে ৬টি পরিবর্তন এনেছেন দরিভাল জুনিয়র। গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল ব্রাজিল, সেখান থেকে বড় পরিবর্তন এসেছে আর্জেন্টিনা ম্যাচে। যে কারণে এই ছয় পরিবর্তন নিয়ে দল গুছাতে এক রকম হিমশিম খাচ্ছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট সামলেছিলেন আলিসন বেকার। কিন্তু মাথায় চোট পেয়ে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন তিনি। বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে গোলকিপার ওয়েভরতনকে। আলিসন ছাড়াও চোটের কারণে...
তামিমের সর্বশেষ অবস্থা জানালেন আকরাম খান
অনলাইন ডেস্ক

তামিম ইকবাল আরও ৭২ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন চাচা আকরাম খান। আজ সোমবার (২৪ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি তামিমের সর্বশেষ অবস্থার বিষয়টি নিশ্চিত করেন। আকরাম খান বলেন, সৃষ্টিকর্তা সহায় না হলে তামিম ইকবালকে ফেরানো কঠিন ছিল। পরিবারের উপর দিয়ে খারাপ সময় যাচ্ছে। আরও পড়ুন কারও ডাকেই দিচ্ছিলেন না সাড়া, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোটাদিন ২৪ মার্চ, ২০২৫ এ সময় তিনি অসুস্থ সময়ে তামিম ইকবালের পাশে থাকার জন্য বিকেএসপিকেও ধন্যবাদ জানান।...
কারও ডাকেই দিচ্ছিলেন না সাড়া, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোটাদিন
অনলাইন ডেস্ক

শুরুতে ম্যাচটা দেবব্রত পালের কাছে লাগছিল অন্য সবগুলোর মতোই। বিকেএসপিতে আজ সোমবার (২৪ মার্চ) প্রিমিয়ার লিগের মোহামেডান-শাইনপুকুর মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও রায়ান রাফসানকে নিয়ে সকাল ৯টায় টসও সেরে ফেলেন। তখনো খান সাহেবের সঙ্গে কথা হয়েছিল দেবব্রতর। যদিও টসের আগে ওয়ার্ম আপের সময়ই তামিম ইকবাল কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। টস করে ড্রেসিংরুমে ফেরার পর সেটা আরও বাড়ে। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে এ সময় তিনি বলেন, তার সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তারিকুলও তখন তাকে বলেন, তোমার মাঠে যাওয়ার দরকার নেই। বিশ্রাম নাও। কিছুক্ষণ পর তামিম আরও অসুস্থ বোধ করেন। তরিকুলকে তিনি জানান, তার খারাপ লাগছে, মুখের দিকে ব্যথা হচ্ছে। মূলত এ তথ্য পেয়েই তরিকুল ও টিম ম্যানেজার সাজ্জাদ হোসেনসহ মোহামেডান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর