জিনের বাদশা সেজে প্রতারণা করাই তাদের কাজ

জিনের বাদশা

জিনের বাদশা সেজে প্রতারণা করাই তাদের কাজ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার সময় কথিত দুই জিনের বাদশাকে গণধোলাইল দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

তারা হলেন- গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের দিপ্তী মিয়া আকন্দের ছেলে মোখলেছুর রহমান ও একই গ্রামে মৃত আবু ছাত্তারের ছেলে আবু তাহের।

গত রাতে উপজেলার দেউপুর গ্রাম থেকে নকল মূর্তিসহ আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে আজ সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানায়, মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে ওই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষকে নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি স্থানীয় ভ্যান চালক বাছেদও এ চক্রের ফাঁদে পড়ে বিকাশের মাধ্যমে ৩ হাজার ২০০ টাকা পাঠিয়ে দেয়। মূর্তি দিতে টালবাহানা করলে তার সন্দেহ হয়। কৌশলে আরো টাকার লোভ দেখিয়ে ওই চক্রের দুই সদস্যকে গতরাতে গ্রামে ডেকে আনে বাছেদ।

এসময় একটি নকল মূর্তিসহ তাদের হাতেনাতে আটক করা হয়। জিনের বাদশা সেজে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করলে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে আজ সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ বলেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/আতিকুর/তৌহিদ)

সম্পর্কিত খবর