অস্ট্রেলিয়ায় রমজান উপলক্ষে মেলা

অস্ট্রেলিয়ায় রমজান উপলক্ষে মেলা

অস্ট্রেলিয়ায় রমজান উপলক্ষে মেলা

মাসুম বিল্লাহ অস্ট্রেলিয়া থেকে

আল্লাহ্‌র নৈকট্য লাভের মাস রমজান। রহমত, মাগফিরাত, নাজাতের বাণী নিয়ে রমজান এসেছে আমাদের মাঝে। অস্ট্রেলিয়াতে রোজা শুরু আগামীকাল থেকে। অস্ট্রেলিয়াতে রমজান মাসে প্রবাসী বাংলাদেশি অনেক বেশি আনন্দ করে।

সিডনির বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বার প্রধান সড়ক হ্যাল্ডন স্টেট বন্ধ করে মাসব্যাপী মেলা হয়। রমজান উপলক্ষে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে মেলা দেখতে এবং পছন্দমতো সুস্বাদু খাবার খেতে। ইসলামিক কাপড় কিনতে। মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকজন মেলাতে আসে।
 

বাংলাদেশি মালিকানাধীন গ্রামীণ রেস্টুরেন্ট, বনলতা, খুসব, রেইন ফরেস্ট, বঙ্গবাজার রেস্টুরেন্ট হরেক রকমের ইফতারে ব্যবস্থা করে।

গ্রামীণ রেস্টুরেন্টের ম্যানেজার নাহিয়ান বলেন, পবিত্র রমজান উপলক্ষে বিকেল তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকবে। সেহেরি এবং ইফতারের ব্যবস্থা আমরা করেছি। বাংলাদেশি সকল ইফতার এখানে পাওয়া যাবে।

পবিত্র রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, বিরোধী দলের প্রধান বিল শরটেন শুভেচ্ছা বাণী দিয়েছেন। এছাড়াও  বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা বাণী দেওয়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/মাসুম/তৌহিদ)

সম্পর্কিত খবর