উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি সংগৃহীত

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ত্রিদেশীয় সিরিজের। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ফুরফুরা মেজাজে ক্যারিবিয়ানরা। আর প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে হেরে মানসিকভাবে ব্যাকফুটে টাইগাররা।

এবার শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড এ দলের কাছে ৮৮ রানে হেরেছে সফরকারীরা। তবে সেটিকে প্রস্তুতি বলে ভুলে যেতে চাইছেন তারা। জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন সাকিব-তামিমরা।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে ৩৪টি ওয়ানডে খেলেছেন টাইগাররা। ২১ হারের বিপরীতে জয় ১১টিতে। হারগুলো অবশ্য আগের। বর্তমানে হিসাব-নিকাশ অনেক পাল্টেছে। সাম্প্রতিক সময়ে বেশিরভাগই জিতেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় সেই ধারা বজায় রাখতে পারেন কি না মাশরাফিরা।

ডাবলিনের ক্লোনটার্ফ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ। দুই দলের লড়াই শুরু হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/তাসকিন আহমেদ।

উইন্ডিজ সম্ভাব্য একাদশ

জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর