মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আটক ৪

সংঘর্ষে আহতরা

মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আটক ৪

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া গ্রামে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নাটোর সহকারী কর কমিশনার আরিফ হোসেনসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের অন্তত চারজনকে আটক করা হয়েছে।

গতকাল রাতে তারাবির নামাজ শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহতরা হলেন- উপজেলার ধামনপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সহকারী কর কমিশনার আরিফ হোসেন (৩২) ও আকাশ হোসেন (২৫) এবং বাহারম খানের ছেলে আসাদুল গণি (৩০)।

আটকরা হলেন- ওই গ্রামের সবুর খানের ছেলে রেজোয়ান খান (১৮), ইকবাল খানের ছেলে শিবলু খান (১৮), হিজু শেখের ছেলে নজরুল ইসলাম (৩০), সোহেল খানের ছেলে মোহন খান।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান জানান, রাতে তারাবির নামাজ শেষে ধামনপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে পূর্ব বিরোধের জেরে লোকমান মেম্বর পক্ষ ও ইউসুফ আলী টুটুল পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময়
দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সহকারী কর কমিশনার আরিফ হোসেন,
বিপ্রবেলঘুরিয়া ইউনিয়ান যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুল খান ও আকাশ নামে তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর