‘ইরান বিরোধী আগ্রাসনকে সমর্থন করবে না পাকিস্তান’

'পাকিস্তান-ইরান সম্পর্ক: সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে বক্তারা

‘ইরান বিরোধী আগ্রাসনকে সমর্থন করবে না পাকিস্তান’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসলামাবাদ-তেহরান সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়ে পাকিস্তানের নেতৃবৃন্দ বলেছে, ইরান বিরোধী কোনও আগ্রাসনকে সমর্থন করা হবে না।

ইসলামাবাদে 'পাকিস্তান-ইরান সম্পর্ক: সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেছেন দেশটির নেতৃবৃন্দ।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক তেহরান সফরের প্রেক্ষাপটে এ সেমিনারের আয়োজন করে ইসলামাবাদ পলিসি ইন্সটিটিউট।

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরি মোতায়েনর মধ্য দিয়ে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে তা নিয়েও সেমিনারে আলোচনা হয়েছে।

 

পাকিস্তানের সমুদ্রপথ বিষয়কমন্ত্রী আলি জায়েদি এক প্রশ্নের জবাবে বলেন, ইরানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

পাক প্রধানমন্ত্রীর ইরান সফরের সময়ে ইমরান খান এবং ইরানি নেতৃবৃন্দ কীভাবে যোগাযোগহীনতাকে কাটিয়ে উঠেছেন মূল ভাষণে সে কথা ব্যক্ত করেন আলি জায়েদি। পাক প্রধানমন্ত্রীর ইরান সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এ সফরের মধ্যমে দুদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে অনেক দেশই ব্যবসা অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

পাকিস্তানকেও নিজ স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত এবং পাক-ইরান গ্যাস পাইপ লাইনের কাজ শেষ করার পন্থা বের করা উচিত বলে জানান তিনি।

পাক সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মুশাহিদ হোসাইন বলেন, ইসলামাবাদ এবং তেহরানের মধ্যে মূল বিষয়গুলোতে আগ্রহের কোনও অসঙ্গতি নেই তবে নিরাপত্তার ক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে। চলমান এবং টেকসই নিরাপত্তা সংলাপের মধ্যমে এ উদ্বেগ দূর করা যাবে বলেও জানান তিনি।

‘পাকিস্তান কখনোই এ অঞ্চলে কোনও সামরিক হঠকারিতার প্রতি সমর্থন জানাবে না। এ ছাড়া, ইরানের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকে ব্যবহার করতে দেওয়া হবে না। ’

ইরান বিরোধী কোনও আগ্রাসনকে পাকিস্তান সমর্থন দেবে না উল্লেখ করে তিনি বলেন, ইরানকে কূটনৈতিক বা বাণিজ্যিকভাবে একঘরে করার পদক্ষেপকে পাকিস্তান সমর্থন করবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর