বলিউড মেগাস্টার সালমান খানের মন মর্জির কথা ফাঁস করলেন জনপ্রিয় গায়ক মিকা সিং। এক সাক্ষাৎকারে মিকা জানান, দিন ও রাতের সালমান ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, প্রায়ই মুড সুইং হয় বলিউড ভাইজান খ্যাত সালমানের। তাই অনেক সময় রাতের খাবারের পর মদ্যপান করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকা বলেন, সালমানের সঙ্গে নৈশভোজ করার সুযোগ হয়েছিল। তিনি আমার সঙ্গে রাতের খাবার খান। সেইসঙ্গে একটু মদও পান করেন। মিকা আরও বলেন, এরপরই কম কথা বলা মানুষটা নিজের ফরমাল খোলসটা থেকে বের হতে শুরু করেন। শিশুদের মতো সালমান আমার সঙ্গে মিশতে শুরু করেন। যেন আমি আর সালমান দুজনেই সমান। তবে আমি মনে করি, কারো মদ্যপ অবস্থায় কখনই ভুলে যাওয়া উচিত নয়, মেগাস্টার সালমানের সঙ্গে বসে সময় কাটাচ্ছেন তিনি। এরপরই এ গায়ক গোপন কথা ফাঁস করে বলেন, গান খুব পছন্দ করেন সালমান।...
রাতের আধারে বদলে যান সালমান খান: মিকা সিং
অনলাইন ডেস্ক

মাত্র ৭ দিনেই ১০০ কোটির ক্লাবে ছবিটি!
অনলাইন ডেস্ক

একের পর ঝড় তুলছে মালায়ালাম কিংবদন্তি অভিনেতা মোহনলালের থুদারুম সিনেমা। মাত্র ৭ দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই সিনেমা। যা এখন পর্যন্ত দ্রুততম মালায়ালাম চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি। ফ্যামিলি ড্রামা এবং অপরাধ ঘরানার সংমিশ্রণে তৈরি এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকমহলে তুমুল প্রশংসা পাচ্ছে। আর সেই প্রশংসাই যেন ব্যবসায়িক সাফল্যে রূপ নিচ্ছে। তরুণ মূর্তি পরিচালিত সিনেমাটি গত শুক্রবার (২৫ এপ্রিল) মুক্তি পায়। যদিও মুক্তির আগে তেমন ভালো গুঞ্জন ছিল না সিনেমাটি ঘিরে। তবে মুক্তির ৫ দিনে এটি বিশ্বব্যাপী প্রায় ৯৫ কোটি রুপি আয় করেছে। আর বর্তমানে ১০০ কোটি ছাড়িয়েছে এই সিনেমা। স্যাকনিল্কের খবর অনুযায়ী, এই ছবিটি মুক্তির পর থেকেই তোলপাড় করছে, যদিও মুক্তির আগে তেমন ভালো গুঞ্জন ছিল না। এখন পর্যন্ত ৫ দিনে এটি...
'রেইড-২' ঝড়ে উড়ল কেশরী ২-জাট, কোন সিনেমার আয় কত হলো?

দুর্নীতির গহ্বরে ঝড় তোলার এক নতুন মিশন নিয়ে হাজির হলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। সঙ্গে আছেন রীতেশ দেশমুখ এবং বাণী কাপুর। ২০১৮ সালের ছবি রেইডের সিক্যুয়েল রেইড-২ বক্স অফিসে দুর্দান্ত শুরু করেছে। স্যাকনিল্কের সর্বশেষ আপডেট অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় কমেছে। তবে, ভারতে ৩০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করে ফেলেছে রেইড ২ইতিমধ্যেই। রেইড ২ বক্স অফিস প্রতিবেদনে বলা হয়েছে যে, রেইড ২ প্রাথমিক অনুমান অনুসারে দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবারে ১১.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। সিনেমাটি প্রথম দিনে ১৯.২৫ কোটি রুপি আয় করে। দুদিন পর ছবিটির সামগ্রিক সংগ্রহ দাঁড়িয়েছে ৩০.৭৫ কোটি। সপ্তাহান্তের শেষে ৫০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে এই সিনেমা বলে ধারণা নেটপাড়ার। শুক্রবার রেইড ২-এ হিন্দি অকুপেন্সি ছিল ১৩.৭৩ শতাংশ। সকালের শোগুলির দখল ছিল ৭.১৩%, যা বিকেলের...
'পুষ্পা ২' ছবির যে দৃশ্য নিয়ে হিমশিম খেতে হয় আল্লুকে
অনলাইন ডেস্ক

২০২৪ সালে নতুন দৃষ্টান্ত গড়েছে দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা-২: দ্য রুল। মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই সিনেমাটি। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। এই সিনেমা নিয়ে দর্শকমনে আগ্রহ এখনো তুঙ্গে। তবে পুষ্পা ২ সিনেমার একটি দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুললেন আল্লু। বেশ সেই দৃশ্যের জন্য বেশ পরিশ্রম করতে হয়েছিল এই অভিনেতাকে। ওয়েব সামিট ২০২৫-এর মঞ্চে এ সিনেমার একটি দৃশ্যের শুটিং নিয়ে আল্লু জানান, সিনেমার কোন দৃশ্যটি নিখুঁতভাবে তুলে ধরার জন্য ৮০ বার টেক নিতে হয়েছিল তাদের। আল্লু বলেন, আপনারা সবাই পুষ্পা ২ সিনেমার ট্রেলারটি নিশ্চয়ই দেখেছেন। ট্রেলারটির মধ্যে পাল্লু শট অর্থাৎ ওড়না নিয়ে যে দৃশ্যটি শ্যুট করা হয়েছিল, সেটি করতে প্রায় ৭০ থেকে ৮০ টেক নিতে হয়েছিল। এই দৃশ্যটি শ্যুট করা শুরু হয় সকাল ৮টা ৩০ মিনিট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত