মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, উভচর জাহাজ

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, উভচর জাহাজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মধ্যপ্রাচ্যে আক্রমণের কাজে ব্যবহৃত উভচর জাহাজ এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বহর মোতায়েন করা হবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিমানবাহী রণতরি (ইউএসএস আব্রাহাম লিঙ্কন) নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপ (হামলা-সক্ষম সেনাগোষ্ঠী) মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যে এ সব মোতায়েন করা হবে বলে জানানো হলো।

এদিকে, কাতারে মার্কিন পরমাণু-বিমান বহর বি-৫২ মোতায়েন করার ঘোষণা এর আগে দেওয়া হয়েছে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, উভচর জাহাজ ইউএসএস আর্লিংটন এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বহরকে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কাছে পাঠানোর অনুমোদন দিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী।

চলতি সপ্তাহের গোড়ার দিকে সেনা পাঠানোর যে অনুরোধ করেছিল তার প্রেক্ষাপটে এ অনুমোদন দেওয়ার কথাও বিবৃতিতে বলা হয়েছে।

রোববার মার্কিন যুদ্ধবাজ জাতীয় উপদেষ্টা জন বোল্টন দাবি করেছেন, তার ভাষায়, ইরানের প্রতি পরিষ্কার এবং নির্ভুল বার্তা দেওয়ার জন্য এ দলকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

বোল্টন আরও দাবি করেছেন, আমেরিকার কোনও স্বার্থ বা মিত্রের ওপর যে কোনও ধরণের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে,  ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জওয়ানি বলেছেন, সাম্প্রতিক এ সব তৎপরতা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার মতো হঠকারিতা দেখানোর সাহস পাবে না।

যুদ্ধের ভয় দেখিয়ে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে আমেরিকা পারবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, পুরো পরিস্থিতি সম্পর্কে ইরান পুরোপুরি অবহিত রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাসযোগ্য হিসেবে গণ্য করে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর