ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজ

ছবি সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েও পরাজয় এড়াতে পারেনি আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবারনির সেঞ্চুরি এবং পল স্টারিলং-কেভিন ওব্রায়েনের জোড়া ফিফটিতে ৩২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আইরিশরা।

আয়ারল্যান্ডের এই চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালান সুনিল আম্রিস। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নেমে ব্যাটিংয়ে ঝড় তোলেন তিনি।

১২৬ বলে ১৯টি চার ও একটি ছক্কায় ১৪৮ রান করেন আম্রিস। তার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে যায় ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দলের হয়ে ৪৬ রান করেন রোস্টন চেজ। ৪৩ রান করেন জন কার্টার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৭ রানের পাহাড় গড়ে স্বাগতিক আয়ারল্যান্ড। ক্রিস গেইল এবং আন্দ্রে রাসেলহীন ক্যারিবীয় দলকে জিততে হলে রানের পাহাড় ডিঙাতে হবে।

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে শনিবার ক্যারিবীয় দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বালবিরনি। এছাড়া পলস্টার লিং ও কেভিন ওব্রায়েন তুলে নিয়েছেন জোড়া ফিফটি। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেটে ৩২৭ রানের পাহাড় গড়েছে আইরিশরা।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর