পাকিস্তানে হোটেলে সশস্ত্র সন্ত্রাসী হামলা নিহত ৪

ছবি সংগৃহীত

পাকিস্তানে হোটেলে সশস্ত্র সন্ত্রাসী হামলা নিহত ৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের গওধারে পার্ল কন্টিনেন্টাল (পিসি) হোটেলে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও ডনের।

নিহতদের মধ্যে তিনজন হামলাকারী ও হোটেলের একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন।

গওধার স্টেশন হাউস অফিসার আসলাম বানগুলজাইয়ের বরাতে ডনের খবরে বলা হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীরা পিসি হোটেলে ঢুকে পড়ে।

এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর পর গোলাগুলির শব্দ শোনা যায়।

তবে বিলাসবহুল ওই হোটেলটির মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিলেন না বলে জানান আসলাম বানগুলজাই।

পুলিশের মহাপরিদর্শক মোহসিন হাসান বাট বলেন, দুই থেকে তিনজন সশস্ত্র লোক গুলি করতে করতে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। তবে সেখানে কোনো বিদেশি ছিল না। কেবল হোটেল কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ছিলেন।

হামলাকারীরা একটি নৌকায় করে এসে হোটেলে ঢুকে পড়ে। এর পর দেশটির ফ্রন্টিয়ার কোর্পসের সদস্যরা হোটেলটি ঘিরে ফেলে।

কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা হোটেলের দ্বিতীয় তলার একটি অংশে অবস্থান নিয়ে অনেকটা সময় ধরে গুলি ছুড়েছে। নিরাপত্তা বাহিনীও পাল্টা অবস্থান নিয়ে অভিযান চালালে শেষ পর্যন্ত বন্দুকধারী তিনজনই নিহত হন।

এ সময় হোটেলের একজন নিরাপত্তারক্ষী নিহত হন।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর