খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

পাটকলের শ্রমিকদের রাজপথ আবরোধ

খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে রোববার আবারো রাজপথ-রেলপথ অবরোধ করেছে রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। সকালে যথারীতি কাজে যোগ না দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে এসব পাটকলের।

একই দাবিতে বিকেল চারটা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করে শ্রমিকরা। এসময় সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা রাজপথে নামাজ আদায় ও ইফতারি করে।

জানা যায়, গত ৫ মে থেকে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে করছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। দাবি না মানলে
সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে একই সাথে টানা ধর্মঘট ও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ পরিষদের নেতারা।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর