রাজধানীতে চালক-সহকারীদের অর্ধেকেরই চোখে সমস্যা

বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে আলোচনা সভা

রাজধানীতে চালক-সহকারীদের অর্ধেকেরই চোখে সমস্যা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকার বাসচালক ও হেল্পারদের ৫০ শতাংশই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন। ৯৪ শতাংশই মনে করেন যে তাদের চোখে সমস্যা আছে। ৭২ শতাংশ জীবনে একবারও চোখের ডাক্তারের কাছে যাননি।

রোববার বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে এক প্রেজেন্টেশন ও আলোচনা সভায় এই চিত্র উঠে এসেছে।

এতে বলা হয়, রাজধানীর বাসচালক ও হেল্পারদের ২১ শতাংশই দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। ১২ শতাংশের চোখের ছানির কারণে অস্ত্রোপচার প্রয়োজন। তাই এই অবস্থায় সড়ক দুর্ঘটনা হ্রাসের চিন্তা করাটা অবাস্তব।

৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এই প্রেজেন্টেশন এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট-এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হোসাইন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর