অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে লালমনিরহাটের কালীগঞ্জে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার (২ মে) বিকালে উপজেলার মদনপুর বৈরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজমুন নাহার খন্দকার। বিশেষ অতিথি ছিলেন- কালের কণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, শিক্ষক আরিফা সুলতানা, প্রশিক্ষক সবিতা রায়, বসুন্ধরা শুভসংঘের রাকিব ইসলাম ও সুস্মিতা চক্রবর্তী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাজমুন নাহার খন্দকার বলেন, অসচ্ছল নারীদের সচ্ছল করার উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের একটি অন্যতম মহতী কাজ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা প্রশিক্ষণ শেষে নিজ পায়ে দাঁড়াতে পারবেন। প্রশিক্ষণার্থী সামিনা আক্তার বলেন, অনেক দিনের ইচ্ছা ছিল সেলাইয়ের কাজ শেখার। কিন্তু না ছিল ট্রেনিং নেওয়ার...
সেলাইয়ের প্রশিক্ষণ পেয়ে নতুন স্বপ্ন বুনছেন অসচ্ছল নারীরা
লালমনিরহাট প্রতিনিধি

সাইকেলিং ও হকিতে দেশসেরা বালিকারা পেল বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা
কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রিয়া খাতুন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে দেশসেরা হবার গৌরব অর্জন করেন তিনি। প্রিয়া খাতুনের পাশাপাশি একই বিদ্যালয়ের ছাত্রীরা ওই আসরে হকিতেও চ্যাম্পিয়ন হয়। কৃতি খেলোয়াড়দের আরও উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুরা তাদের পাশে এগিয়ে আসেন। প্রিয়াসহ হকি টিমের ১৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অজপাড়া গাঁয়ের স্কুলটির নাম গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যশোর জেলার কেশবপুর উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে গড়ভাংগা গ্রামে বিদ্যালয়টির অবস্থান। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ে এসেছে মেয়ে হকিতে দেশ সেরার অর্জন।...
বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতি মাসে বৃত্তি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২০ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক

দেশসেরা শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ দিনে দিনে স্বপ্নবাজ শিক্ষার্থীদের প্রত্যয়, আশা ও সাহসের নাম হয়ে দাঁড়িয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে সৌন্দর্যে উদ্বেল মানবিক ভোর হয়ে বসুন্ধরা শুভসংঘ ধরা দেয় দরিদ্র পরিবার থেকে আসা হাজারো শিক্ষার্থীর কাছে। এক নতুন জীবনের আহ্বান হয়ে তাদের কাছে পৌঁছে যায়। আর্থিক অসচ্ছলতা অনেক আলোকবর্তিকার মতো কাজ করছে এই শিক্ষাবৃত্তিমেধাবী শিক্ষার্থীর স্বপ্নকে অঙ্কুরেই বিনাশ করে। সেখানে বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তি আলোকবর্তিকার মতো কাজ করছে। এটি কেবল আর্থিক সহায়তা নয়, বরং একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গঠনের দীর্ঘমেয়াদি প্রয়াস। সারা দেশের হাজার হাজার শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন সহজ করতে পাশে...
বীরগঞ্জে কৃষি শ্রমিকদের নিয়ে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

বজ্রপাত বাংলাদেশে প্রতি বছর প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে রূপ নিচ্ছে। এ সময় কৃষিকাজ, গবাদিপশু চরানো বা খোলা মাঠে অবস্থানের সময় অসচেতনতার কারণে বহু মানুষ হতাহত হন। সেই প্রেক্ষাপটে দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষ কৃষি শ্রমিকদের নিয়ে বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা। শনিবার (৩ মে) সকাল ১০টায় বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কৃষি মাঠের পাশে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহেল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক স্বজন রায়, স্থানীয় তরুণ সমাজকর্মী মো. রনি ইসলামসহ অন্যান্য শুভসংঘ বন্ধুরা। বক্তারা বলেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর