আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ। প্রতীকী

আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুনামগঞ্জের ছাতকে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শাহাব উদ্দিন (৫০) নামে এক শ্রমিক লীগের কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টায় ছাতক পৌর শহরের জালালিয়া মাদ্রাসার সামনে এই সংঘর্ষ হয়।

তিনি ছাতক পৌর এলাকার বাগবাড়ি আব্দুস সোবাহানের ছেলে।

সংঘর্ষে ছাতক থানার ওসি গোলাম মোস্তফাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

স্থানীয়রা জানিয়েছে, ছাতক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক শামীম চৌধুরীর মধ্যে পৌর শহরের সুরমা নদীতে পাথর-বালু বোঝাই নৌকা থেকে চাঁদা তোলা নিয়ে বেশ কিছু দিন ধরে দ্বন্দ চলছিল। তার জের ধরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে কালাম ও শামীমের সমর্থকরা। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ও হয়। সংঘর্ষের খবর পেয়ে ছাতক থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, সংঘর্ষে শ্রমিক লীগের কর্মী সাহাব উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ২৫ জনকে আটকও করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর