‘‌খাদ্যে ভেজাল ও মাপে কম দিলে ব্যবস্থা’

পিরোজপুর জেলা প্রশাসনের ভেজালবিরোধী অভিযান

‘‌খাদ্যে ভেজাল ও মাপে কম দিলে ব্যবস্থা’

ইমন চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি

খাদ্যে ভেজাল, মাপে কম ও বেশি দামে পণ্য বিক্রয় করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেনের নেতৃত্বে বাজারগুলো পরিদর্শন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা জানান, খাদ্যে ভেজাল, মাপে কম ও বেশি দামে পণ্য বিক্রয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাদা পোশাকে আমাদের পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।

এসময় পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরীসহ ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/ইমন/তৌহিদ)

সম্পর্কিত খবর