আর্জেন্টিনা ৩৬ সদস্যের তালিকায় নেই রোমেরো!

ছবি সংগৃহীত

আর্জেন্টিনা ৩৬ সদস্যের তালিকায় নেই রোমেরো!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আগামী ১৪ জুন ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকাকে সামনে রেখে ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।  

৩৬ জনের এই দল কমে ২৩ জনে দাঁড়াবে সামনের ৩০ তারিখ। দেশের জার্সিতে একটি ট্রফি জেতার শেষ সুযোগ লিওনেল মেসির।

এদিকে কোচ লিওনেল স্কোলানির ঘোষিত দলে বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে না নামা সার্জিও আগুয়েরো থাকলেও, বাদ পড়েছেন এভার বানেগা ও সার্জিও রোমেরোর মতো তারকা ফুটবলাররা।

তবে মাউরো ইকার্দিকে রাখা হয়েছে এ স্কোয়াডে। রীতিমতো লিওনেল মেসিই থাকছেন দলের নেতৃত্বে।
প্রাথমিক স্কোয়াডে ৩১ জন খেলোয়াড়কে রেখেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।  

পরে কোচ লিওনেল স্কালোনি যোগ করেন আরও পাঁচ খেলোয়াড় গঞ্জালো পিটি মার্টিনেজ, ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলানো মেজা, ইগনাসিও ফার্নান্দেস এবং লিওনার্দো সিগালিকে।

বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনার গোলবার সামলাবেন আরমানি, এমনটাই অনুমান করছেন সবাই। আরমানির বিকল্প হিসেবে মূল স্কোয়াডে জায়গা পেতে পারেন বোকা জুনিয়র্সের এস্তেবান আনদ্রাদে ও রিয়াল সোসিয়েদাদের জিরোনিমো রুইয়ি।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), অগাস্তিন মারচিসেন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেস) এবং জিরোনিমো রুল্লি (রিয়েল সোসিয়েদাদ)

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাদো (সেভিয়া), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), হুয়ান ফয়েথ (টটেনহাম হটস্পার), রেঞ্জো সারাভিয়া, নিকলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), ওয়াল্টার ক্যানেম্যান (গ্রেমিও), জার্মান পিজেল্লা (ফিওরেন্টিনা), র‍্যামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), নিকলাস তালিয়াফিকো (আয়াক্স), মার্কস আকুনা (স্পোর্টিং সিপি) এবং লিওনার্দো সিগালি (রেসিং ক্লাব)।

মিডফিল্ডার: লিওনার্দো পারেদেস (প্যারিস সেইন্ট জার্মেই), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়েল বেটিস), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো ডি পল (উদিনেস), ইজিকুয়েল পালাসিও (রিভার প্লেট), অ্যাঞ্জেল ডি মারিয়া (প্যারিস সেইন্ট জার্মেই), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), ইভান মারকোন (বোকা জুনিয়র্স), গঞ্জালো পিটি মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম), ইগনাসিও ফার্নান্দেস (মন্টেরে) এবং ম্যাক্সিমিলানো মেজা (মন্টেরে)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (জুভেন্টাস), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) এবং অ্যাঞ্জেল কোররেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ)।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর