ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টির হানা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টির হানা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। এর আগে কখনও জেতা হয়নি কোনও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।  

২০০৯ সালে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হওয়া সেই সিরিজের ফাইনালে বাংলাদেশকে ২ উইকেটে হারায় লঙ্কানরা।

 

এরপর ২০১২, ২০১৬, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেও মাঠ ছাড়তে হয়েছিল বিষাদকে সঙ্গী করে। ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতেও সম্ভাবনা জাগিয়ে শেষ বলে হেরে যায় ভারতের কাছে।  

এত হারের আক্ষেপ গুছাতে আজ টাইগাররা লড়ছে ক্যারিবীয়দের বিপক্ষে। কিন্তু সেই আশায় নিরাশ করছে উইন্ডিজদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাই হোপ আর সুনীল অ্যামব্রিস।

দুইজনে মিলে অপরাজিত আছেন ১৩১ রানের জুটি গড়ে। দুজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। হোপ আছেন ৫৬ বলে ৬৮ আর অ্যামব্রিস অপরাজিত আছেন ৬৫ বলে ৫৯ রানে।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে এসেছেন মাশরাফি বিন মুর্তজা (৬ ওভারে ২৮ রান), সাইফউদ্দিন (৫ ওভারে ২৯, মুস্তাফিজ (৩ ওভারে ৩৬), মোসাদ্দেক (২ ওভারে ৯), মিরাজ (২ ওভারে ১৬) আর সাব্বির (২ ওভারে ১২)।

২১তম ওভারের মাথায় শুরু হয় বৃষ্টি। এর আগ পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ২০ ওভার ১ বলে ১৩১ রান।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশ 
সুনীল অ্যামব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথান কার্টার, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, র‌্যামন রেইফার ও শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর