ছয়বার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিতর পর...

ছবি সংগৃহীত

ছয়বার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিতর পর...

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রথমবারের মতো ফাইনালে গিয়ে হার নিয়ে ফিরতে হয় ২০০৯ সালে বাংলাদেশকে। শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের বিপক্ষে ওই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টাইগারদের জয় প্রায় নিশ্চিত ছিল। অবশেষে বাংলাদেশকে ২ উইকেটে হারতে হয় লঙ্কানদের কাছে।

এরপর একে একে ২০১২, ২০১৬, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা হাত ছাড়ার আক্ষেপটিতো রয়েছিলই।


ছয়বার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত হবার দুঃখ হয়তো ভুলবেনা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

তবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখবেন মোসাদ্দেক হোসেন সৈকত ঠিকই। তার সঙ্গে টাইগার ভক্তদের কাছে স্মরণীয় থাকবে এই নামটি। কারণ নিজেদের সপ্তম ফাইনালে এসে জয় পেয়েছে বাংলাদেশ।

২৪ বলে ৫২ রানের এই ইনিংসটি যে ডাবলিংয়ের আকাশ থেকেও অনেক বেশি মেঘলা করে দিয়েছে জেসন হোল্ডারের সব পরিকল্পনায়। ডান-হাতি এই ব্যাটসম্যানের ৫টি ছক্কা আর দুটি চার শেষ পর্যন্ত বাংলাদেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ 
১৫২/১, ২৪ ওভার

টার্গেট ২১০

বাংলাদেশ
২১৩/৫
২২.৫ ওভার

ফলাফল
বৃষ্টি আইনে বাংলাদেশ ৫ উইকেটে জয়ী


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর