পুলিশের আঙুলে কামড় দিয়ে পালালেন আসামি!

পুলিশের আঙুলে কামড় দিয়ে আসামির পলায়ন

পুলিশের আঙুলে কামড় দিয়ে পালালেন আসামি!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ সদস্যের আঙুলে কামড় দিয়ে পালিয়ে গেছেন চার মামলার আসামি। শুক্রবার খিরাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

পালিয়ে যাওয়া ওই আসামির নাম মোহাম্মদ তারেক (২৫)। তিনি উপজেলার খিরাটি গ্রামের বাসিন্দা।

 

পুলিশ জানায়, তাঁর (তারেক) বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকের চারটি মামলা আছে। তারেকের কামড়ে আহত কাপাসিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, খিরটি এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন খবর পেয়ে পুলিশের এএসআই কফিল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে আট পিস ইয়াবাসহ তারেককে গ্রেপ্তার করেন তাঁরা। পরে তারেককে ছাড়িয়ে নিতে তাঁর ভাই মাসুম এসে উপস্থিত হন। এ সময় তারেক হঠাৎ এএসআই কফিলের হাতে কামড় দিয়ে দৌড় দেন। তারেককে ধরতে ধাওয়া করলে তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘তারেককে হাতকড়া পরানোর আগেই তিনি পুলিশ সদস্যের আঙুলে কামড় দিয়ে পালিয়ে যান। আমরা তাঁকে ও তাঁর ভাইকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর