ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ

অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ করা হচ্ছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের জামু‌র্কি এলাকায় অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ ক‌রে‌ছে সড়ক জনপদ (সওজ)। ‌সোমবার দুপু‌রে সহকা‌রি ক‌মিশনার (ভূমি) ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মইনুল হকের ‌নেতৃ‌ত্বে এই উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

জানা গে‌ছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে জামু‌র্কি এলাকায় এক‌টি তৃতীয়তলা ভবন, এক‌টি দ্বিতীয়তলা ভবন, দুই‌টি আধাপাকা ও বেশ ক‌য়েক‌টি টিন সে‌ডের ঘর ভে‌ঙে ফেলা হয়। এর আ‌গে সওজ থে‌কে স্থাপনাগু‌লো স‌রি‌য়ে নি‌তে এলাকায় মাই‌কিং করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

এ‌দি‌কে জামু‌র্কি এলাকার ক্ষ‌তিগ্রস্থরা জানান, সওজ স্থাপনা সরি‌য়ে নি‌তে কোনো সময় দেয়‌নি। উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনার আ‌গের দিন রা‌তে জানানো হ‌য়ে‌ছে তা‌দের।

সড়ক ও জনপদ বিভা‌গের ‌ডেপু‌টি প্র‌জেক্ট ম্যা‌নেজার নও‌য়োজিশ রহমান জানান, ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়‌কের পা‌শে অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদের কাজ শুরু হ‌য়ে‌ছে। মহাসড়‌কের উন্নয়ন কা‌জের স্বা‌র্থে সরকা‌রি জ‌মি‌তে স্থাপনা ভে‌ঙে ফেলা হ‌চ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/আতিকুর/তৌহিদ)

সম্পর্কিত খবর