কৃষকের ধান কেটে ‍দৃষ্টান্ত জেলা প্রশাসকের!

ধান কাটলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

কৃষকের ধান কেটে ‍দৃষ্টান্ত জেলা প্রশাসকের!

জামান আখতার, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকের ধান কেটে দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। মঙ্গলবার সকালে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের ধান চাষী মোছা. জেবুন্নেছার ১৫ কাঠা ধান কেটে দেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। স্বেচ্ছাশ্রমে ধান কাটার মাধ্যমে অন্য চাষীদের সহযোগিতার আহ্বান জানানো হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, শ্রমিক সংকটের কারণে অনেকেই জমির পাকা ধান কাটতে পারছিলেন না।

এ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উৎসাহিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নিজে ধান কাটার ঘোষণা দেন। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) সঙ্গে নিয়ে পেয়ারাতলার মাঠে উপস্থিত হন। এসময় জেলা প্রশাসকের কাজে অনুপ্রাণিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্কাউট সদস্যরা ধান কানায় অংশ নেন।

(নিউজ টোয়েন্টিফোর/জামান/তৌহিদ)

সম্পর্কিত খবর